Skip to content

আর এস খতিয়ান অনুসন্ধান করার সহজ নিয়ম

একটা জমির যে সকল কাগজপত্র থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো আর এস খতিয়ান। আপনার জমির খতিয়ান যদি না থাকে বা অথবা আগে ছিল এখন হারিয়ে গিয়েছে তাহলে আপনি এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন। কারণ আমরা এই পোস্ট-এ আলোচনা করব কিভাবে আর এস খতিয়ান অনুসান্ধান করতে হয়।

আর এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম।

আপনার যদি অনলিইনে কিছু সার্চ করে খুজে বের করার অবিজ্ঞতা থাকে তাহলে খুবি ভালো আপনি ঘড়ে বসেই মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার কাঙ্খিত খতিয়ান অনুসান্ধান করতে পারবেন। 

আরও পড়ুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান

আর আপনার যদি ইন্টারনেট বিষয়ে জানা না থাকে তাহলে আপনি আপনার এলাকার জেলা ভূমি অফিস থেকে নির্দিষ্ট ফ্রী প্রধান করে খুব সহজেই কিছু দিনের মধ্যে অথবা সাথে সাথেই পেয়ে যাবেন। কতটুক সময়ের মধ্যে আর এস খতিয়ান আপনার হাতে পাবেন এটা নিরবর করে আপনার জেলা অফিস-এর উপর। 

আরও পড়ুন সি এস খতিয়ান অনলাইনে দেখার নিয়ম

ভূমি সেবা আর এস খতিয়ান অনুসন্ধান করতে যা যা লাগবে

অনলাইনে আর এস খতিয়ান অনুসন্ধান করতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য লাগবে।

সেগুলো হলোঃ

  • বিভাগ – জেলা – উপজেলা।
  • খতিয়ান ধরন – মৌজা – খতিয়ান নাম্বার।
  • মালিকের নাম – দাগ নাম্বার।

অনলাইনে আর এস খতিয়ান চেক করার জন্য পরবর্তী স্টেপ গুলো অনুসরণ করুন। তাহলে খুব সহজে আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

আর এস খতিয়ান চেক করার নিয়ম অনলাইনে

স্টেপ ১–  আর এস খতিয়ান চেক করার জন্য বা আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট-এ যান, ওয়েবসাইট লিঙ্ক https://www.eporcha.gov.bd/

স্টেপ ২–  ওয়েবসাইট-এ প্রবেশ করার পর সার্বে খতিয়ান অপশন নির্বাচন করুন। আপনাদের সুবিদার জন্য আমরা প্রতি স্টেপ-এ ছবি ব্যাবহার করব।

আর এস খতিয়ান অনুসন্ধান

স্টেপ ৩- 

ধাপ ক- সার্বে খতিয়ান অপশনটি নির্বাচন করার পর আপনার জমি যেই বিভাগে আছে সেই বিভাগের নামের উপরে ক্লিক করুন, উধাহারন সরূপ আমি নির্বাচন করলাম সিলেট। 

ধাপ খ- তারপর আপনার জেলা নির্বাচন করুন, যেমন আমি নির্বাচন করলাম হবিগঞ্জ।

ধাপ গ- তারপর উপজেলা নির্বাচন করুন, যেমন আমি নির্বাচন করলাম নবিগঞ্জ

লিখা বুঝতে সমস্যা হলে ছবি দেখুন

আর এস খতিয়ান অনুসন্ধান

স্টেপ ৪– 

ধাপ ক- স্টেপ ৩-এ আপনার বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করার পর এখন আপনার খতিয়ানের ধরন নির্বাচন করুন। আমরা যেহেতু আর এস খতিয়ান অনুসান্ধান করতে চাই তাই আমরা আরএস নির্বাচন করব। 

আপনি যদি অন্য কোন খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে এখানে আপনার কাঙ্খিত সেই খতিয়ানের নাম নির্বাচন করুন। 

ধাপ খ- তারপর আপনার জমি যেই মৌজার এরিয়াতে আছে সেটা বাছাই করুন। আমি পাঞ্জারাই মৌজা বাছাই করলাম। 

ছবি দেখুন…

আর এস খতিয়ান অনুসন্ধান

মনে রাখবেন প্রথম থেকে শেষ স্টেপ- এর মধ্যে যে কোন একটা তথ্য ভুল দিলেই আপনি খতিয়ান দেখতে করতে পারবেন না।

স্টেপ ৫- এখন প্রয়োজন হবে আপনার খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বার টি দিন, তারপর জমির মালিকের নাম এবং জমির দাগ নাম্বার দিয়ে খুজুন অপশন-এ ক্লিক করলেই আপনার খতিয়ানের তথ্য দেখতে পারবেন। 

নিরাপত্তার জন্য এই অংসের ছবি দেওয়া যাচ্ছেনা। তবে আপনারা যখন অনলিইনে খতিয়ান চেক করবেন তখন এমনিতেই বুঝে যাবেন। 

আর এস খতিয়ান অনলাইন কপির জন্য আবেদন করতে যা যা লাগবে

অনলাইনে আর এস খতিয়ান যাচাই করার পর আপনি যদি আর এস খতিয়ান অনলাইন কপির জন্য আবেদন করতে চান তাহলে আপনার আরও কিছু তথ্য প্রয়োজন হবে। 

সেগুলো হলোঃ 

  • মৌজা 
  • খতিয়ান নং
  • জাতীয় পরিচয়পত্র নং
  • জন্য তারিখ
  • মোবাইল নাম্বার
  • ঠিকানা

আর এস খতিয়ান যাচাই করার পর অনলাইনে আবেদন করার নিয়ম

আর এস খতিয়ান অনলাইন কপির জন্য আবেদন করতে ৩ টি স্টেপ অনুসরণ করুন।

স্টেপ ১– প্রথমে জমির মূল মালিকের জাতিয় পরিচয়পত্র নং দিন এবং তার আইডি কার্ডে দেই জন্য তারিখ লিখা আছে সেটা দিন। ভুল করা যাবেনা। তারপর মোবাইল নাম্বার দিয়ে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।

ছবি দেখুন…

আর এস খতিয়ান অনুসন্ধান

স্টেপ ২– তারপর আপনার নাম দিন ইংরেজিতে। বাংলা দিলে হবেনা। আপনার একটা ইমেইল দিন, তবে দিলেও হবে। তারপর আপনার ঠিকানা দিন, ঠিকানা অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন।

আর এস খতিয়ান অনুসন্ধান

স্টেপ ৩– আপনি কিভাবে খতিয়ান গ্রহন করবেন তা নির্বাচন করুন। আপনি যদি জেলা কার্যালয় থেকে খতিয়ান গ্রহন করতে চান তাহলে অফিস কাউন্টার বেছে নিন আর যদি ডাকযোগে গ্রহন করতে চান তাহলে ডাকযোগে বেছে নিন।

তারপর ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ১০০ টাকা ফ্রী প্রধান করতে হবে। টাকা প্রধান করার জন্য বিকাশ, নগদ, উপায় এবং রকেট অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারেন। 

আর এস খতিয়ান অনুসন্ধান

টাকা প্রধান করে আবেদন সম্পন্ন করুন। সম্পন্ন করার ১০ দিনের মধ্যে আপনার খতিয়ান পেয়ে যাবেন। 

উপসংহার

আশা করছি আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য আপনাদের সটিক নির্দেশনা দিতে পেরেছি। আমাদের লিখা আর্টিকেল- এর কোন অংশ না বুঝলে কিংবা ভুল হলে আমাদের কমেন্ট করে জানান অথবা ইমেইল করুন। আমরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আর্টিকেলটি আপডেট করে থাকি। 

আমাদের লিখা এই আর্টিকেলটি আপনার কাজে আসলে সুন্দর একটা কমেন্ট আশা করি।

3 thoughts on “আর এস খতিয়ান অনুসন্ধান করার সহজ নিয়ম”

  1. আর এস খতিয়ান হাড়িয়ে গিয়েছে তাই খতিয়ান নাম্বার মনে নাই ।এখন খতিয়ান অনুসন্ধান কি ভাবে করবো ? অনুগ্ৰহ করে জানাবেন। খতিয়ান নম্বর বাদে সকল তথ্যই আমার আছে। ধন্যবাদ
    আমার Email address,
    shafiqueislam099@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *