Skip to content

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

বিকাশ থেকে লোন যে কোনো বিকাশের গ্রাহক নিতে পারবে কিছু শর্তসাপেক্ষে। মে ২৪ ২০২৩ গুগুলের তথ্য মতে প্রতিষ্ঠার পর থেকে, বিকাশ গ্রাহকরা ডিজিটাল ন্যানো লোনে 175 কোটি টাকা নিয়েছে, যার মধ্যে 125 কোটি টাকা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। বিকাশের গ্রাহকরা ৫০০০-২০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। কোনো রকম ডকুমেন্ট ছাড়াই। বিকাশের এই লোন মূলত সিটি ব্যাংক দিচ্ছে। সিটি ব্যাংক কর্তৃক এই সেবাটি বিকাশের মাধ্যমে চালু হয়েছে।

তাহলে বুজতেই পারছেন অনেক মানুষ ইতিমধ্যে লোন নিয়েছে। যেহেতু এইখানে কাগজ পত্র কিংবা ডকুমেন্ট এর কোনো জামেলা নেই, আপনি যদি প্রতিনিয়ত বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলে অব্যশই আপনি বিকাশ থেকে লোন পাবেন।

কিভাবে বিকাশ থেকে লোন পাবেন?

বিকাশ থেকে লোন পাওয়ার অন্যতম শর্ত হলো নিয়মিত লেনদেন করা। আমরা জানি যে 70 মিলিয়নেরও বেশি বিকাশ ব্যবহার কারী আছে। কিন্তু তাদের মধ্যে মাত্র ১৪% বাংলাদেশী মানুষদের বিকাশ লোন দেওয়া হয়েছে। তাই বুজতে পারছেন যে নির্দিষ্ট কিছু মানুষকে এই লোন দেওয়া হয়েছে। তারা হল নিয়মিত বিকাশ লেনদেনকারী। তাই আপনি যদি একজন নিয়মিত বিকাশ লেনদেনকারী হয়ে থাকেন অব্যশই আপনি লোন পাবেন।

বেকারদের জন্য প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ দিচ্ছে ৫ লাখ টাকা |

কিভাবে যাচাই করবেন লোন পাবেন কিনা?

আপনি লোন পাবেন কিনা সেটি যাচাই করতে আপনাকে বিকাশ অ্যাপসে লগইন করতে হবে সেখান থেকে লোন নাম অপশনে ক্লিক করতে হবে।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

যদি এমন দেখায় তাহলে বুজবেন যে আপনার একাউন্ট এখনো লোন পাওয়ার জন্য গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত লেনদেন করে লোন পাওয়ার শর্ত পূরণ করতে হবে।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

এবার আমরা জানবো কিভাবে বিকাশের লোন উপযুক্ত একাউন্টে লোন নিবেন।

বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম

Step-01: প্রথমে বিকাশ অ্যাপসে লগইন করে হোম পেইজে আসতে হবে

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

Step-02: হোম পেইজ থেকে লোন অপশনে ক্লিক করতে হবে। যখন আপনার একাউন্ট লোন পাওয়ার উপযুক্ত হবে তখন আপনাকে লোন অপশনে ক্লিক করলে এমন একটা পেজ শো করবে।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

আপনার ব্যবহার যোগ্য লিমিট দেখাবে। আপনার একাউন্ট অনুযায়ী এইখানে আপনার ৫০০০-২০,০০০ পর্যন্ত লোন নিতে পারবেন।

Step-03: লোনের নির্দেশনা ও নিয়মাবলী পড়ে “সম্মতি দিন” এ ট্যাপ করুন

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

Step-04: এখন লোনের সময়সীমা, লোন পরিষদের তারিখ, চার্জ, লোন প্রদানকৃত প্রতিষ্ঠান, মোট পরিশোধযোগ্য এমাউন্ট, ইন্টারেস্ট রেট সম্পর্কিত তথ্য দেখাবে এবং কত তারিখে লোনের উপর নির্ভর করে কত টাকা পরিশোধ করতে হবে তা দেখাবে। নিচে ” এগিয়ে যান” এ ক্লিক করুন

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

Step-05: পিন দিয়ে কন্ফার্ম করুন

বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।

বিকাশ লোন পরিশোধের নিয়ম কী?

বিকাশ থেকে লোন গ্রহণের সময় লোন পরিষদের তারিখ দেখতে পাবেন। উক্ত তারিখে বিকাশ অটোমেটিক লোনের কিস্তির টাকা কেটে নিবে। যদি নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার লোনের টাকার পরিমাণের ওপর ভিত্তি করে ২% বিলম্ব ফি যুক্ত করা হবে। আবার আপনি চাইলে নির্ধারিত তারিখের পূর্বে জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট কম আসতে পারে। লোন পরিশোধের তারিখের আগে গ্রাহক এসএমএস এবং অ্যাপের মাধ্যমে এ সংক্রান্ত নোটিফিকেশন পাবে।

বিকাশ ঋণের সুদের হার কত

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিকাশ থেকে লোন গ্রহণ করলে লোন গ্রহণকারীকে মাত্র ৯% ইন্টারেস্ট বা সুদ প্রদান করতে হবে। লোন গ্রহনের ব্যাংকের প্রসেসিং ফি মাত্র ০.৫৭৫% (০.৫% + ভ্যাট) নিয়মিত বিকাশ গ্রাহকরা শুধুমাত্র এই সুবিধাটি পাবে।

বিকাশ থেকে লোন গ্রহনের সুবিধা

  • বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন।
  • গ্রাহকের বিকাশ একাউন্টে এই লোনের টাকা জমা হবে।
  • কম ইন্টারেস্ট রেট(৯%)।
  • পরিশোদের মেয়াদকাল ৩ মাস।
  • বিলম্ব ফি মাত্র ২%।

আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজনে লোন নিতে পারেন। কোনো রকম প্রয়োজন ছাড়া লোন নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ না। কেননা এইখানে লোন গ্রহণকারীকে ৯% ইন্টারেস্ট বা সুদ প্রদান করতে হবে। সেটি ছাড়াও আপনি একবার লোন নিতে নির্ধারিত তারিখে তারা আপনার বিকাশ একাউন্ট থেকে টাকা কেটে নিবে।

4 thoughts on “বিকাশ থেকে লোন নেওয়ার উপায়। কিভাবে লোন নিবেন।”

  1. আমি একটা গাড়ি কিনতে চাই আমার বিশ হাজার টাকা খুব প্রয়োজন আমাকে একটু সাহায্য করুন এটা আমার নগদ নম্বর 01762365607

  2. আমি একটা গাড়ি কিনতে চাই আমার 200,000 টাকা খুব প্রয়োজন আমাকে একটু সাহায্য করুন এটা আমার বিকাশ নম্বর ০১৭৬৪১৭৮৬১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *