20000 টাকার মধ্যে ভালো মোবাইল এর চাহিদা বর্তমানে ব্যাপক। অনেকেই ভালো ক্যামেরা এবং গেমিং এর জন্য ভালো 20000 টাকার মধ্যে ভালো মোবাইল নিতে চাই। এতে বেশিরভাগ মানুষেরই বাজেট থাকে ১৫-২০ হাজারের মধ্যে। ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু হাই কোয়ালিটি ভালো ফোন বর্তমান বাজারে পাওয়া যায় যেখানে ক্যামেরা থেকে ডিসপ্লে থাকবে টপ ক্লাস, ওভারঅল পারফরম্যান্স হবে দুর্দান্ত।
তবে কিনার ক্ষেত্রে আপনাকেই আপনার নিজের পছন্দ, ভালো লাগা নিজের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো মোবাইলটি বেছে নিতে হবে। আমরা আপনাকে 20000 টাকার মধ্যে ভালো মোবাইল এর কথা বলবো এবং সেগুলোর পারফরম্যান্স কেমন সেটা জানাবো। আসুন তাহলে, 20000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 তালিকা ও ফোনগুলোর ফিচার সম্পর্কে জেনে নেওয়া নেই।
একনজরে 20000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 তালিকা:
মোবাইল মডেল | দাম (টাকা) |
Xiaomi Redmi Note 11 | 19,499 |
OnePlus Nord N20 SE | 18,990 |
Infinix Note 12 G96 | 19,299 |
Xiaomi Redmi Note 10 | 19,999 |
Vivo Y22 | 19,999 |
Oppo A76 | 20,990 |
Realme Narzo 50A Prime | 17,999 |
Realme c35 | 18,990 |
১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন 2023 | সবচেয়ে সেরা ৪ টি মোবাইল মাত্র ১২ হাজার টাকায় পাচ্ছেন।
১. Xiaomi Redmi Note 11
Xiaomi Redmi Note 11. 6.4 ইঞ্চি ডিসপ্লে সাইজের যা 1080 x 2400 pixels ভিডিও কোয়ালিটি দিয়ে থাকে। এই ফোনটির বর্তমান বাজার মূল্য ১৯,৪৯৯ টাকা। ফোনটিতে আছে 4/64 ram ও স্টোরেজ। ব্যাবহার করা যাবে ডুয়াল ন্যানো সিম। সাথে আছে দুর্দান্ত ক্যামেরা ফিচার।
বড় ডিসপ্লে এর সবচেয়ে বড় এডভান্টেজ। অন্যদিকে ত্রিপল ক্যামেরায় আছে হাই মেগাপিক্সেল সেন্সর যা একে অন্য সব ফোন থেকে আালদা করেছে Xiaomi Redmi Note 11। আকর্ষনীয় বিষয় হলো শামিওমির এই ফোনটি 5G সাপোর্ট। Graphite Gray, Pearl White, Star Blue– তিনটি কালারে এটি পাওয়া যায়।
Xiaomi Redmi Note 11 ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 11 (MIUI 13) |
চিপসেট | Qualcomm Snapdragon 680 4G (6 nm) |
RAM | 4 GB, 6 GB |
ROM | 64 GB, 128 GB |
Main Camera | Quad: 50 MP, (wide), 8 MP, (ultrawide), 2 MP, (macro), 2 MP, (depth) |
Selfie Camera | 13 MP |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
২. Oneplus Nord N20 SE
বর্তমানে ওয়ানপ্লাস ফোনগুলো পারফরম্যান্স এর পাশাপাশি এর ক্যামেরা কোয়ালিটির জন্যও জনপ্রিয়। সেই ধারাবাহিকতা Oneplus Nord N20 SE ফোনটিতেও রক্ষা করা হয়েছে। ফোনটিতে ৫০+২ মেগাপিক্সেল হাই রেজ্যুলেশন ক্যামেরার সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
IPS LCD ধারণক্ষমতা সম্পন্ন মাল্টিটাচ স্ক্রিন ও 16M কালার সাপোর্টেড 6.56 ইঞ্চি ডিসপ্লেকে পাওয়ার ব্যকআপ দেওয়ার জন্য রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাথে থাকা ৩৩ ওয়াট ফাস্ট চার্জার দিয়ে মাত্র ৬৯ মিনিটে ফুল চার্জ করা যাবে।
দীর্ঘসময় গেম খেললে ফোন একটু বেশিই গরম হয়ে যায় তাই গেমিং ফোন হিসেবে রিকমান্ডেড না
Oneplus Nord N20 SE ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 12, OxygenOS 12.1 |
চিপসেট | MediaTek MT6765G Helio G35 (12 nm) |
প্রোসেসর | Octa-core 4×2.3 GHz Cortex-A53 |
ক্যামেরা | 50+2 MP ব্যাক ক্যামেরা, 8 MP সেলফি ক্যামেরা |
ভিডিও রেজুলেশন | ১০৮০ পিক্সেল |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
৩. Infinix Note 12 G96
19,299 টাকার এই ফোনটিতে 6/128 GB স্টোরেজ, ৬.৭ ইঞ্চির বিগ স্ক্রিন এবং পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি রয়েছে।
৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Infinix Note12 G96 ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 12 |
চিপসেট | Mediatek Helio G96 (12 nm) |
প্রোসেসর | Octa-core Mediatek Helio G96 |
৪. Xiaomi Redmi Note 10
Xiaomi Redmi Note 10 মার্কেটে সারা জাগিয়েছে। ১৯,৯৯৯ টাকার মধ্যে দিচ্ছে 4/64 ram ও স্টোরেজ। সাথে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরায় থাকছে মেইন ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেট আপ। Carbon Gray, Pebble White, Sea Blue তিনটি কালারে পাওয়া যাচ্ছে। সাথে ৮ মেগাপিক্সেল অল্টাওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল এর একটি মাইক্রো ক্যামেরাও।
Xiaomi Redmi Note 10 ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 11OS |
চিপসেট | MediaTek Helio G88 (12nm) |
প্রোসেসর | Octa core, up to 2.0 GHz |
RAM | 4 GB, 6 GB |
ROM | 64 GB, 128 GB |
Selfie Camera | 8 MP |
Main Camera | Quad: 50 MP, (wide), 8 MP, (ultrawide), 2 MP, (macro), 2 MP, (depth) |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
৫. Vivo Y22
Starlite Blue, Metaverse Green, Summer Cyan তিনটি আকর্ষনীয় কালার এর সাথে 50+2 Megapixel প্রাইমারি ক্যামেরা, 8 Megapixel সেলফি ক্যামেরা। ৪/৬৪ জিবি র্যাম এর সাথে ৬.৫৫ ইঞ্চি বিগ IPS LCD স্ক্রিনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে ৫০০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
Vivo Y22 ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 10 |
চিপসেট | Helio G85 |
প্রোসেসর | Octa-core Helio G85 |
RAM | 4 GB, 6 GB |
ROM | 64 GB, 128 GB |
Main Camera | Dual: 50 MP, 2 MP |
Front Camera | 8 MP |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
৬. Oppo A76
Oppo A76, ফোনটি পাবেন দুইটা আকর্ষণীয় Glowing Black, Glowing Blue কালারে। এতে আছে ৬.৫৬ ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লেতে। ফোনটিতে ৬ জিবি র্যাম এবং টোটাল ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। বেশ কিছু ফিচার ও ভালো কানেক্টিভিটি সহ বর্তমানে Glowing Black, Glowing Green দুটি কালারে ফোনটি পাওয়া যাচ্ছে।
Oppo A76 ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 11 |
চিপসেট | Qualcomm SM6225 4G (6 nm) |
প্রোসেসর | Qualcomm SM6225 Snapdragon 680 4G (6 nm) |
RAM | 4 GB |
ROM | 64 GB |
Main Camera | Dual: 13 MP, (wide), 2 MP, (depth) |
Selfie Camera | 8 MP |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
৭. Realme Narzo 50A Prime
Realme Narzo 50A Prime থাকছে ১০৮০ পিক্সেলে ভিডিওগ্রাফি করার সুবিধা। যারা ভালো মোবাইল এ প্রিমিয়াম ফিচার উপভোগ করতে চান তাদের জন্য Realme Narzo 50A Prime মোবাইলটি পার্ফেক্ট। ফোনটি দেখতে বেশ সুন্দর এবং অল্প দামে ভালো ফিচার দিলেও IPS LCD ডিসপ্লে ব্যবহার করায় স্মুথনেস এবং ভিডিও ও গ্রাফিক্স কোয়ালিটি কমে যাবে।
Realme Narzo 50A Prime ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 11 (Realme UI 2.0) |
চিপসেট | MediaTek Helio G95 |
প্রোসেসর | Unisoc T612 Processor, Octa-core 6nm Processor |
র্যাম/রম | 4GB, 64/128 |
ক্যামেরা | 50+2+.5 MP ব্যাক ক্যামেরা, 8 MP সেলফি ক্যামেরা |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
৮. Realme C35
Realme C35 ফোনে 5000mAh ব্যাটারি আছে। 6.6 inches ডিসপ্লে সমৃদ্ধ ফোনটির ব্যাটারি ইউজারভেদে প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারে। দ্রুত চার্জের জন্য ফোনটির সাথে 18W এর চার্জার পাবেন। Realme C35 একটি মাল্টিটাস্কিং ফোন, পাশাপাশি অন্যান্য ফাংশনও কোনো রকমের ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায়।
Realme C35 ফিচারস:
অপারেটিং সিস্টেম | Android 12 |
চিপসেট | Unisoc T616 , Octa-core 12nm |
প্রোসেসর | Unisoc T616 Processor, Octa-core 12nm Processor |
র্যাম/রম | 4/6 GB, 64/128 GB |
ক্যামেরা | 50+2+.5 MP ব্যাক ক্যামেরা, 8 MP সেলফি ক্যামেরা |
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম ব্যাটারি |
20000 টাকার মধ্যে ভালো মোবাইল নিয়ে শেষ কথা
২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন সেক্টর। তবে সব ফোন দেখতেও যেমন এক না, সব ফোনের সুবিধা এবং পারফরম্যান্সও(ভালো মোবাইল চিনার উপায়) এক নয়।আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী বেছে নিতে পারেন একটি ২০ হাজার টাকার মধ্যে ভালো ফোন।
Pingback: Oppo A38 Price in Bangladesh 2023