Skip to content

পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করার সহজ পদ্ধতি

পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করার সহজ পদ্ধতি | এখন দেখা যায়, পাসপোর্ট নাম্বার ব্যবহার করে একজন ব্যক্তির পার্সোনাল ঠিকানা বের করার জন্য অনেক পদ্ধতি অনেকেই দেখিয়ে থাকে। আর তার সাথে google-এও এ বিষয়ে অনেক আর্টিকেলও পাবলিশ করা রয়েছে। কিন্তু তাদের অনেকেই কোন সঠিক তথ্য দিতে পারেনি যে কিভাবে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ব্যক্তির ঠিকানা বের করতে হয়। 

আবার আসলেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা যাবে কিনা -এ বিষয়ে আপনি হয়তো জানেনও না। আর ঠিক সে জন্যেই আজ আমরা আপনার এই সব ধরনের অজানা বিষয় ও কিভাবে আপনি পাসপোর্ট নাম্বার ব্যবহার করে কোনো ব্যক্তির বর্তমান ঠিকানা বের করতে পারবেন কিংবা বর্তমান ঠিকানা আদৌ বের করা যায় কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা

জেনে নিন প্রকৃত সত্য তথ্য

আপনি হয়তো google-এ এমন অনেক আর্টিকেল পড়ে থাকবেন যেখানে তারা বলেছে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করাতে পারবেন। 

আসলে আপনি যদি পাসপোর্ট এর মেইন অফিসে গিয়ে যোগাযোগ করে দেখেন, তাহলে জানতে পারবেন যে বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত এমন কোন পদ্ধতিই চালু করা হয়নি যার দ্বারা অনলাইনে পাসপোর্ট এর অতি পারসোনাল কোন তথ্য যাচাই করা যাবে।

আর যেহেতু সরকার অনুমোদিত কোনো অপশন এখানে নেই এবং এটি একটি সরকার ভিত্তিক কাজ, তাই যদি তারা কোন অনলাইন অপশন চালু না করে থাকে পাসপোর্ট যাচাই করার জন্যে, তাহলে আপনি কোনভাবেই আপনার পাসপোর্ট এর কোন তথ্য অনলাইনে যাচাই করতে সক্ষম হবেন না।

এখন যদি তবুও আপনাকে কেউ এমনটা বলে যে- ” আপনার পাসপোর্ট নাম্বারের সাহায্য নিয়ে আপনার ঠিকানা বের করা যায়” -তার মানে হচ্ছে এ সম্পর্কে সে নিজেও কিছু জানে না আসলে বা জানলেও তা একদম ভুল জানে।

আমাদের আজকের এই নিবন্ধন-এর নিম্নে দেখানো নিয়ম সমূহ ফলো করে আপনি আপনার আবেদনকৃত MRP Passport এর Enrolment ID ব্যবহার করে আপনার পাসপোর্ট-এর তথ্যগুলো যাচাই করতে পারবেন। তবে হ্যাঁ, যারা পাসপোর্টের জন্যে আবেদন করেছেন, তারা কিন্তু কোনভাবেই অনলাইনে আপনার পাসপোর্ট এর কোন রকম তথ্যই যাচাই করতে সক্ষম হবেন না।

ই-পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩। পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট নাম্বার দিয়ে আদৌ কোনো তথ্য বের করা যায়?

বাংলাদেশ সরকার পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা কিংবা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্টধারী ব্যক্তির কোন ধরনের তথ্য পাবলিক এর কাছে শেয়ার করে না। 

যদিও বাংলাদেশ সরকার থেকে অনলাইনে পাসপোর্ট এর কোন তথ্য এখনো পর্যন্ত যাচাই করার জন্যে কোনো রকম অপশন চালু করা হয়নি, তবে ঐ পদ্ধতিটা মূলত পাসপোর্ট নাম্বার দিয়ে কাজ করে না, কাজ করে হচ্ছে MRP Passport এর এনরোলমেন্ট ID আর জন্ম তারিখ দিয়ে।

আর সেটাও কিন্তু নির্দিষ্ট একটি ধরা বাঁধা সময়ের জন্যে। আর সেক্ষেত্রেও কিন্তু শুধু মাত্র MRP Passport এর জন্য যারা আবেদন করেছেন -এমন অবস্থায় MRP passport এর Enrolment ID এবং জন্ম তারিখ ব্যবহার করে পাসপোর্ট আবেদনকারী ঐ ব্যক্তির নাম এবং জেলা ও উপজেলা যাচাই করতে পারবেন।

তবে এখানে আরোও একটি কথা হচ্ছে, পাসপোর্ট দিয়ে যে শুধুমাত্র ব্যক্তির নাম, জেলা আর থানা বের করা যায়- মূলত এই বিষয়টাকে কাজে লাগিয়েই কিন্তু সাধারণ মানুষ কে ধোঁকা দেওয়া হয় যে পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা যায় ।

এখন আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে নিজের ঠিকানা অর্থাৎ নাম,জেলা এবং উপজেলা বের করা যায় তা জানবো।

পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা(নাম,জেলা ও থানা) বের করার নিয়ম

১. নিচের দেওয়া লিংকটিতে ক্লিক করুন http://www.passport.gov.bd/onlinestatus.aspx

২. ক্লিক করার পর পেজটির APPLICATION STATUS অপশনটির নিচে আপনি ২ টি বক্স পেয়ে যাবেন।

৩. এবার বক্স দুইটি পূরণ করুন আপনার  Enrolment ID এবং Date of Birth দিয়ে।

৪. পূরণ করা সম্পন্ন হয়ে গেলে নিচে থাকা সার্চ বক্সে গিয়ে ক্লিক করলেই আপনি পায়ে যাবেন আপনার নাম,জেলা এবং থানা সংক্রান্ত তথ্য।

পাসপোর্ট নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে ঠিকানা তথা নাম,জেলা এবং থানা সংক্রান্ত তথ্য বের করার নিয়ম:

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের কাছে স্মার্টফোন থাকে না।  আবার স্মার্টফোন থাকলেও তাদের ইন্টারনেট সংযোগ থাকে না। 

তাই আপনারা যারা হচ্ছে মোবাইল ফোনে এসএমএসের সাহায্যে পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা খুঁজে বের করতে চাচ্ছেন, তাদের জন্যে কিন্তু আরও একটি সুবিধা রয়েছে। 

সেক্ষেত্রে আপনি MRP Passport আবেদনের Enrolment ID ব্যবহার করে খুব সহজেই কিন্তু এসএমএসের মাধ্যমে আপনা পাসপোর্ট এর তথ্য সমূহ যাচাই করতে পারবেন। 

চলুন এবার দেখে নিই কিভাবে এসএমএসের মাধ্যমে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ঠিকানা( নাম, জেলা ও উপজেলা) বের করবেন।

এক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করতে (Address Check With Passport Number) প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশটিতে গিয়ে টাইপ করুন-

MRP স্পেস দিয়ে লিখুন Enrolment ID এবং তা পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। তারপর ফিরতি এসএমএস এ আপনি আপনার পাসপোর্ট এর ঠিকানা অর্থাৎ নাম,জেলা ও উপজেলা সংক্রান্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবেন।

এখন,আপনার পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে এবং পাসপোর্ট এর কোন তথ্যই আপনার কাছে নেই এই মুহূর্তে -ব্যপারটা যদি এমন হয়ে থাকে তবে আপনি দেশের মধ্যে থাকেন কিংবা প্রবাসে থাকেন, আপনার পাসপোর্ট এর তথ্য আপনি সহজেই জানতে পারবেন উপরে দেওয়া এই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে। 

আর একটা কথা হলো, উপরের পদ্ধতি ফলো করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি আপনার  নাম, আপনার জেলা এবং উপজেলা বের করতে পারবেন।

যদিও বাংলাদেশ সরকার ঠিকানা বের করার অপশন চালু করেন নি। তবে উপরে দেখানো পদ্ধতিটি কেবল তাদের জন্যে যারা কিনা শুধু MRP Passport এর জন্যে আবেদন করেছে। কেননা উপরের পদ্ধতি অনুসারে আপনি MRP Passport আবেদন এর Enrolment ID ও date of birth দিয়ে কেবল ব্যক্তির নাম জেলা ও উপজেলা যাচাই করতে পারবেন।

শেষ কথা

সম্মানিত পাঠকবৃন্দ, আমাদের আজকের এই আর্টিকেলটিতে পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা অর্থাৎ ব্যক্তির নাম, জেলা ও উপজেলা বের করার একদম সঠিক নিয়ম এবং আসলেই কি পাসপোর্ট নাম্বারের সাহায্যে ব্যক্তির বর্তমান ঠিকানা যাচাই করা যায় কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনার তা ভালো লেগেছে এবং আপনার এ সম্পর্কিত ভুল ভেঙেছে।

আমাদের ওয়েবসাইটে সব সময় আপনি সঠিক তথ্য জানতে পারবেন। জাতীয় পরিচয় পত্র থেকে শুরু করে ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট সহ সকল তথ্য আপনি প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আর পাসপোর্ট সম্পর্কে যদি নতুন কোন কিছু জানতে চান কিংবা যদি আপনার কোন প্রশ্ন থাকে, আপনি তবে নিচে দেওয়া কমেন্ট বক্সে লিখে তা জানতে পারেন। আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরে আমাদের সাথে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 

1 thought on “পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করার সহজ পদ্ধতি”

  1. Pingback: পাসপোর্ট সংশোধন করার নিয়ম ২০২৩। পাসপোর্ট সংশোধন ফরম ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *