Skip to content

গরুর খামার করতে ব্যাংক লোন কিভাবে নিব

বেকারত্বের অভিশাপ দূরীকরণে আমাদের প্রয়োজন সচেতনতা,আত্মনির্ভরশীলতা এবং আত্মকর্মসংস্থানের। এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন উদ্যোক্তারা। তার মধ্যে গরুর খামার তৈরি করা অন্যতম। আর অর্থের ঘাটতি মিটিয়ে গরুর খামার করতে ব্যাংক লোন দিচ্ছে বিভিন্ন ব্যাংক। 

চলুন, আজকে এ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া যাক।

পর্যায়ক্রমে পড়ুন

ব্যাংক লোন গ্রহনের জন্যে আপনার যা যা লাগবে

১. প্রথমেই লাগবে আপনার এই কাজটির এক্সপেরিয়েন্স কিংবা ট্রেইনিং সার্টিফিকেট।

২.জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট।

৩.একজন গ্যারেন্টার যে আপনার পক্ষ হয়ে নিশ্চয়তা প্রদান করবে।

৪. পাসপোর্ট সাইজ কালার ফটো।

৫.গরুর খামারের জন্যে বাছাই করা জমির মালিকানা সম্পর্কিত অন্যান্য ডকুমেন্টস।

৬.ট্রেড লাইসেন্স।

৭. ট্যাক্সপেয়ার আইডেনটিফিকেশন নাম্বার

বা টিন সার্টিফিকেট।

৮. বিশেষ ক্ষেত্রে জামানত লাগতে পারে।

এছাড়াও লাগতে পারে ব্যাংকভেদে অতিরিক্ত কিছু  কাগজপত্র।

গরুর খামার করতে ব্যাংক লোন

গরুর খামার করতে ব্যাংক লোন প্রদানকারী সেরা ৫ টি ব্যাংক

ক.ব্রাক ব্যাংক।

খ.কর্মসংস্থান ব্যাংক।

গ.ট্রাস্ট ব্যাংক।

ঘ.অগ্রণী ব্যাংক।

ঙ.ব্যাংক এশিয়া। 

ব্রাক ব্যাংক থেকে লোন নেওয়ার পদ্ধতি

ব্রাক ব্যাংক- বাংলাদেশের বিখ্যাত ব্যাংকগুলোর একটি এবং দেশের গ্রামীন কৃষকদের কাছে সুপরিচিত একটি ব্যাংকের নাম। ব্যাংকটি গ্রামীন মানুষদের এবং কৃষকদের বিভিন্ন সময়ে লোন দিয়ে থাকে। 

আপনি যদি চিন্তা করে থাকেন একটি গরুর খামার দেওয়ার কথা। এদিকে হাতে রয়েছে পর্যাপ্ত অর্থের অভাব। তাহলে আর দেরি না করে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাক ব্যাংক থেকে লোন নিতেই পারেন। 

বেশি কিছু করতে হবে না, গরুর খামার করতে ব্যাংক লোন নিতে গেলে আপনাকে কেবল কিছু শর্ত মানতে হবে এবং কিছু জিনিস লাগবে। যেমন ধরুন-

১.ব্রাক ব্যাংকের একজন সদস্য হতে হবে।

২.পশু পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

৩.অভিজ্ঞতার অভাব থাকলে প্রশিক্ষণ নিতে হবে। 

৪.আপনার NID Card এবং ট্রেড লাইসেন্স সংগ্রহে থাকতে হবে। 

৫.থাকতে হবে গরুর খামারের জন্যে জমির মালিকানাও।

ব্যাস! তাহলেই খুব সহজেই সর্বোচ্চ ৪ বছরের মেয়াদে আপনি ১-৩ লক্ষ টাকার লোন পেয়ে যাবেন এই ব্যাংকটি থেকে।

কর্মসংস্থান ব্যাংক থেকে গরুর খামারের জন্যে লোন গ্রহনের উপায়

বর্তমানে বেকারত্বের হার হ্রাসের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক কাজ করে যাচ্ছে বেকার এবং অর্ধবেকার যুবকদের নিয়ে। তাদের নিজস্ব কর্মসংস্থান তৈরিতে এ ব্যাংক লোন দিচ্ছে বিভিন্ন খাতে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গবাদিপশু মোটাতাজাকরন এবং দুগ্ধ খামার লোন প্রদান কর্মসূচী। 

আপনার হাতে যদি টাকা না থাকে এবং গরুর খামার করতে ব্যাংক লোন নেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, তাহলে কর্মসংস্থান ব্যাংক আছে আপনার পাশে। প্রয়োজনীয় কিছু জিনিস ও কাগজপত্র এবং বিশেষ শর্ত সাপেক্ষে আপনি এই ব্যাংক থেকে সর্বোচ্চ ২ বছরের মেয়াদে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। 

দরকারি জিনিসপত্র এবং শর্তসমূহ নিম্নরূপ-

১. আপনার এবং গ্যারেন্টরের পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি (সদ্য তোলা)।

২. আপনার এবং গ্যারেন্টারের NID Card এর ফটোকপি।

৩. অভিজ্ঞতা বা প্রশিক্ষণ সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।

৩. আপনি স্থানীয় কিনা তার প্রমানপত্রের ফটোকপি।

৪. স্থানীয় চেয়ারম্যান বা মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রাপ্ত নাগরিকত্ব সনদপত্র।

৫. পূর্বে কোন ধরণের প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপির অভিযোগ থাকা যাবে না। 

৬. খামারের জন্যে চিহ্নিত জমির মালিকানা নিজের থাকতে হবে।

 ট্রাস্ট ব্যাংক আপনাকে দিচ্ছে গরুর খামার করতে ব্যাংক লোন

আপনি যদি গরুর খামার করার উদ্যোগ নিয়ে থাকেন আর যদি ব্যাংক লোনের দরকার বোধ করেন, তাহলে ট্রাস্ট ব্যাংক আপনাকে দিচ্ছে ক্ষুদ্র পর্যায়ে গরুর খামার করতে ব্যাংক লোন  

ট্রাস্ট ব্যাংক থেকে লোন গ্রহণে প্রয়োজনীয় শর্ত ও কাগজপত্র-

১. পূর্ব অভিজ্ঞতা বা ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং তার সার্টিফিকেট লাগবে।

২. আবেদনকারীর বয়সের সীমা ২০-৫০ বছর হতে হবে।

৩. থাকতে হবে ট্রেড লাইসেন্স।

৪. খামারের জন্যে চিহ্নিত জমির মালিকানার দলিল পত্র লাগবে।

এগুলো পূরণ হলেই আপনি লোন গ্রহণের জন্যে বিবেচ্য হবেন। এখানে আপনি সর্বোচ্চ ৪ বছরের মেয়াদে আপনি ১ লক্ষ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন। 

অগ্রণী ব্যাংক কর্তৃক লোন গ্রহণ 

বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়া ব্যাংকগুলোর একটি হচ্ছে অগ্রণী ব্যাংক। 

এই ব্যাংক দুগ্ধজাত উৎপাদনের খাতে প্রদান করে থাকে ব্যাংক লোন। চলুন আগে জেনে নেওয়া যাক গরুর খামার করতে ব্যাংক লোন নিতে অগ্রণী ব্যাংক প্রদত্ত শর্ত এবং দরকারি কাগজপত্র সম্পর্কে। 

প্রয়োজনীয় কাগজপত্র ও বিশেষ শর্তসমূহ-

১. প্রথমেই থাকতে হবে খামারের জন্য নিজস্ব জমি।

২. লাগবে জমির মালিকানার ডকুমেন্টস।

৩. গবাদি পশু বা গরু পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট শো করতে হবে।

৪. ট্রেড লাইসেন্স লাগবে।

৫. পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। 

উপরোক্ত পয়েন্টগুলো বিবেচনায় আপনি সর্বোচ্চ ১-২ বছরের মেয়াদে ১ লক্ষ থেকে শুরু করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন।

ব্যাংক এশিয়া কর্তৃক গরুর খামার করতে ব্যাংক লোন গ্রহণ 

সর্বোচ্চ ১-৩ বছর মেয়াদে গরুর খামার তৈরি করতে ১-৫ লক্ষ টাকা ব্যাংক লোন দিয়ে থাকে ব্যাংক এশিয়া। 

আপনি যদি ব্যাংক এশিয়া থেকে লোন নিতে চান তাহলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং শর্ত পূরণ করা জরুরি। সেগুলো হলো-

১. লোন গ্রহনকারীকে হতে হবে প্রাপ্ত বয়স্ক এবং বাংলাদেশের নাগরিক।

২. পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৩. পূর্বে কোনো প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপির অভিযোগ থাকা যাবে না।

 ৪. জামানত দরকার হতে পারে(৫ লক্ষ টাকার বেশি লোন নেওয়ার ক্ষেত্রে)।

কিভাবে তৈরি করবো একটি গরুর খামার?

•গরুর খামার দিতে প্রয়োজন একটি বড় এবং আলো, বাতাস যুক্ত স্থান।  যেখানে আপনি গুরুর ঘর অথবা গোয়াল ঘর কিংবা গোশালা যাই বলুন না কেনো এটি  নির্মাণ করবেন। 

•এই গোশালা আপনি একমুখী, মুখোমুখি বা বিপরীত মুখী- এই তিন ভাবে করতে পারেন। 

•আপনার ঘরগুলোও আমাদের সাধারণ ঘরের চেয়ে আকারে বড় এবং যথেষ্ঠ আলো বাতাস যুক্ত হতে হবে। •তার পাশাপাশি রাখতে হবে ড্রেন। 

গরুর খামার দিতে অর্থ কেমন লাগে?

১. আপনি যদি বেশ ভালো করে একটা খামার দিতে চান, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার ১-৫ লাখ টাকা খরচ করতে হতে পারে। 

২. আর যদি আপনি বেশি সফলতা আনতে চান, তাহলে গরুর খামারের প্রজেক্টিতে আপনাকে ৫-১০ লাখ খরচ করার মানসিকতা রাখতে হবে।

মোট কথা, আপনার ব্যবসার ধরণ আর পরিবেশের উপর নির্ভর করছে গরুর খামার দিতে আপনার কত অর্থ খরচ হতে পারে। 

আপনার প্রশ্ন এবং আমাদের উত্তর:

১. গরুর খামার করতে কোন গরু গুলো ভালো হবে?

–উন্নত জাতের গরু। যেমন- হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, সিন্ধি ইত্যাদি। 

২. গরুর খামার করতে কেমন পরিবেশ হওয়া দরকার?

– এক কথায়, গ্রামীন পরিবেশ হওয়া উচিৎ।

৩. গরুর খামারে সফলতার মুখ দেখতে গেলে কোনটি না হলেই নয়?

– একটি দৃঢ় মনোবলের সাথে একাগ্রচিত্ত এবং সঠিক পরিশ্রম। 

শেষ কথা

এখনই সময় আমাদের ঘুরে দাঁড়ানোর। বেকারত্বকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদেরকে গড়ে তুলি উদ্যোক্তা হিসেবে। সেক্ষেত্রে অন্যান্য সব খাতসহ গরুর খামার করতে ব্যাংক লোন -এর জন্যে তো পাশেই আছে বিভিন্ন ব্যাংকগুলো। চলুন এবার দেশের অর্থনীতির চাকাকে সচল করে তুলে ধরি বিশ্বমঞ্চে।

7 thoughts on “গরুর খামার করতে ব্যাংক লোন কিভাবে নিব”

  1. আমার গরুর খামার করার ইচ্ছা তবে কিভাবে লোন করবো সেটা জানা নেই। আপাতত আমার একটা গরু আছে

  2. আসসালামুয়ালাইকুম ,,আমি 20 বছসি এক জন যুবক পড়া লেখার পাশাপাশি বাড়িতে বেকার রয়েছি গড়ু পালার পুড়ো দক্ষতা রয়েছে কিন্তু টাকার জন্য ফার্ম করতে পারি না তাই পড়ালেখার পাশাপাশি একটা ফার্ম করতে চাই এ জন্য আপনাদের লোনের সহযোগিতা চাচ্ছি,,,
    মো ইমরান
    জেল : পটুয়াখালী
    উপজেলা: গলাচিপা
    জোগাযোগ:alexemran639@gmail.com

  3. আমার গরুর খামার করার ইচ্ছা তবে কিভাবে লোন করবো সেটা জানা নেই। আপাতত আমার একটা গরু আছে টাকা বিকাশ, 01764178610

  4. আমার গরুর খামার করার ইচ্ছা তবে কিভাবে লোন করবো সেটা জানা নেই। আপাতত আমার একটা গরু আছে টাকা 500000বিকাশ,০১৭৬৪১৭৮৬১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *