Skip to content

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | সকল পরিক্ষার রেজাল্ট দেখুন

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | আধুনিকতার ছোঁয়ায় আমরা এখন মোবাইলের মাধ্যমেই সকল ধরনের  রেজাল্ট দেখে নিতে পারি। আমাদের দেশে  পাবলিক পরীক্ষা শুরু হয় পঞ্চম শ্রেণি থেকে  থেকে। আর রেজাল্ট পাওয়ার অপেক্ষা শুরু হয় পরীক্ষা দেওয়ার পর থেকেই। আর এ রেজাল্ট আপনি চাইলে  সবার আগে সবচেয়ে দ্রুতগতিতে মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। আসুন  মোবাইলের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন তা জেনে নিই।

 

পর্যায়ক্রমে পড়ুন

ইবতেদায়ী বা পিএসসি রেজাল্ট দেখার নিয়ম 

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | রেজাল্ট হওয়ার পর আপনি স্কুলের শিক্ষকদের  সাথে যোগাযোগের মাধ্যমে স্কুল  থেকে রেজাল্ট পেতে পারেন।  তবে আপনি যদি ঘরে বসেই রেজাল্ট পেতে চান তাহলে আপনি  মোবাইলের মাধ্যমে দুইভাবে রেজাল্ট দেখে নিতে পারবেন।

১. মোবাইলে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মোবাইল থেকে অনলাইনে ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে পারবেন। 

২.মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এসএমএস এর মাধ্যমে সহজ পদ্ধতিতে  আপনি রেজাল্ট দেখতে পারবেন। 

ওয়েব সাইটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম 

আপনি যদি ইবতেদায়ী বা পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করুন http://180.211.137.51/ResultSingle.aspx

ওয়েবসাইটে প্রবেশের পর আপনাকে ধাপে-ধাপে কিছু কাজ করতে হবে যেমন, 

√ কি  ধরনের পরীক্ষার রেজাল্ট দেখতে চান সে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। (ইবতেদায়ী বা প্রাথমিক শিক্ষা সমাপনী) 

√ যে সালের পরীক্ষার্থী সে সাল  নির্বাচন করতে হবে। 

√ যে বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে সে বিভাগ সিলেক্ট করতে হবে। 

√ এবার আপনাকে নিজ জেলার  নাম সিলেক্ট করতে হবে। 

√ থানা  বা উপজেলার নাম লিখতে  হবে। 

√ এবার পরীক্ষার রোল নাম্বার লিখে সাবমিট করে দিতে হবে। 

উপরোক্ত তথ্যগুলো  সঠিকভাবে পূরণ করে সাবমিট করে দিলেই পরিক্ষার ফলাফল পেয়ে যাবেন।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম  

আমি যদি পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে, 

DPE <space> THANA/ UPAZILA CODE NUMBER < space> ROLL < space> YEAR 

লিখে সেন্ড করতে হবে  ১৬২২২ নাম্বারে। 

যদি ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে প্রথমে মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে 

EBT < space >Upuzila / Thana Code Number  <space> Roll < space> Year

লিখে সেন্ড করতে হবে  ১৬২২২ নাম্বারে। 

জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম 

জেএসসি বা জেডেসি পরীক্ষার রেজাল্ট তিন ভাবে পেতে পারেন পারেন 

১. শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করার মাধ্যম 

২. মোবাইলে ইন্টারনেট সংযোগ করে  অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। 

৩. ইন্টারনেট সংযোগ ছাড়াই  মোবাইলে 

এসএমএসের মাধ্যমে। 

জেএসসি এবং জেডিসি   পরীক্ষার রেজাল্ট পাওয়ার নিয়ম  (অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে)

আপনি দুইটি ওয়েবসাইটের মাধ্যমে জেএসসি এবং জেডিসি পরীক্ষার রেজাল্ট  জেনে নিতে পারবেন। 

১. http://www.educationboardresults.gov.bd/

২. https://eboardresults.com/v2/home

ওয়েবসাইটে প্রবেশের পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে যে তথ্যগুলো আপনার থেকে চাইবে তা হলো,

√ পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। 

√ যে সালের পরীক্ষার্থী সে সাল  নির্বাচন করতে হবে। 

√ যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। 

√ রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ  করে সাবমিট করে দিলেই  ফলাফল পেয়ে যাবেন। 

জেএসসি এবং জেডিসির রেজাল্ট দেখার নিয়ম (এসএমএসের মাধ্যমে) 

মোবাইলে জে এস সি রেজাল্ট দেখার জন্য আপনাকে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে,  

JSC <space>Board < space> JSC Roll < space> Year লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে। 

এসএমএসের মাধ্যমে জেডিসি পরীক্ষার  রেজাল্ট দেখতে চাইলে আপনাকে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে সেখানে গিয়ে টাইপ করতে হবে,

JDC <space> MAD Board < space> JDC Roll < space> Year লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে। 

এসএসসি ও  দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম 

এসএসসি ও দাখিল এর সমমান পরীক্ষার রেজাল্ট গুলো  বিভিন্ন ভাবে দেখে নিতে পারবেন যেমন, মোবাইলে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবার মোবাইল এসএমএস এর মাধ্যমে আবার আপনি চাইলে সরাসরি শিক্ষা  প্রতিষ্ঠানে যোগাযোগ করেও রেজাল্ট জেনে নিতে পারবেন। 

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে 

 অনলাইনে দুটি ওয়েবসাইট রয়েছে  এসএসসি ওদাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য।

১.  http://www.educationboardresults.gov.bd/

২. https://eboardresults.com/v2/home

এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে আপনাকে যা করতে হবে 

√  প্রথমে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করলে একটি পেজ ওপেন হবে। 

√  এরপর  সিলেক্ট করতে হবে পরীক্ষার নাম এসএসসি বা দাখিল। 

√ যে সালের পরীক্ষার্থী নির্বাচন করতে হবে সেই  সাল 

√  যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে 

√ এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে সাবমিট করে দিলেই ফলাফল চলে আসবে।

 

ফোনের মেসেজ অপশন এর মাধ্যমে মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম  

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | প্রথমেই আপনার ফোনের  মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি  এরপর লিখবেন  যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের তিন অক্ষর এরপর একটি  স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে এরপর আবারো স্পেস দিয়ে সাল লিখতে হবে  এবং ১৬২২২ নাম্বারে  সেন্ড করতে হবে। যেমন

 SSC<space>Board<space>Roll<Space>Year লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে। 

আপনি যদি দাখিল পরীক্ষার রেজাল্ট মোবাইলের মাধ্যমে জানতে চান তাহলে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে 

Dakhil<space>MAD<space>Roll<Space>Year লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে।

 

এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম 

এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট  ও জানা যায় ওয়েবসাইটের মাধ্যম,   মোবাইলের ম্যাসেজ অপশন এর মাধ্যমে এবং সরাসরি প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে।

 

ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম 

এইচএসসি আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য দুইটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট দুটি হল 

১. http://www.educationboardresults.gov.bd/

২. https://eboardresults.com/v2/home

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | মাধ্যমিক রেজাল্ট দেখতে হলে আপনাকে প্রথমে ওয়েবসাইট এর ভিতরে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে ভিতরে প্রবেশ করলে অপর এরপর একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হলে পেজে যে তথ্যগুলো চাইবে সেগুলো  সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন এক্সামিনেশন এর না,  পরীক্ষার সা,  বোর্ডের না,  রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলেই ফলাফল পেয়ে যাবেন। 

যদি মোবাইলের মেসেজ অপশন এর মাধ্যমে রেজাল্ট দেখতে চান তাহলে 

প্রথমে আপনার সাথে থাকা মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন,  

HSC<space>Board<space>Roll<Space>Year লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে। 

আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে হলে টাইপ করতে হবে ALIM<space>MAD<space>Roll<Space>Year লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে।

 

বিশেষ দ্রষ্টব্য: 

[যদি টেকনিক্যাল বোর্ডের পরীক্ষার্থী হলে  এক্সামিনেশন এর নামের জায়গায় ভোকেশনাল হবে এবং বোর্ডের যা নামের জায়গায় টেকনিক্যাল বোর্ড লিখতে হবে। ]

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | পরীক্ষার রেজাল্ট পাবলিস্ট হওয়ার পর পরেই যদি ওয়েবসাইটে ঢুকেই রেজাল্ট পেয়ে যাবেন এমন নয়  কোন কোন সময় রেজাল্ট পেতে একটু লেট হতে পারে কেননা রেজাল্ট পাবলিস্ট হওয়ার  পরই তৎক্ষণাৎ সকলে ওয়েবসাইটে ঢুকার কারণে  ওয়েবসাইটে চাপের সৃষ্টি হয় যার কারণে ওয়েবসাইটের কার্যক্রম কিছু সময় জন্য বন্ধ করে দেওয়া হয়। কার্যক্রম চালু হলে এবং ওয়েবসাইটের চাপ হালকা হলে পুনরায় চেষ্টা করলে  অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন।

1 thought on “মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম | সকল পরিক্ষার রেজাল্ট দেখুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *