Skip to content

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার উপায় 2023

পর্যায়ক্রমে পড়ুন

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার উপায়

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা। বর্তমান যুগের সবথেকে জনপ্রিয় উপকরণ হচ্ছে মোবাইল ফোন। যার মাধ্যমে আমরা কাছে না থাকলেও পৃথিবীর যে কোন যায়গা থেকে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে।

কিন্তু সমাজের কিছু সংখ্যক খারাপ মানুষের দ্বারা আমরা বিভিন্ন সময়ে এই মোবাইল ফোনের মাধ্যমেই সমস্যায় পরে থাকি, যেমন – রং নাম্বারে বার বার বিরক্ত করা, ফোনের মাধ্যমে যে কোন ধরনের হুমকি দেওয়া ইত্যাদি।

পরিচিত নাম্বার থেকে বিরক্ত কিংবা হুমকি দিলে আমরা সহজেই থাকে চিনতে পারি, তবে বিপত্তি বাধে তখনি যখন অপরিচিত নাম্বার থেকে হুমকি কিংবা বিরক্তকর কিছু করা হয়। তখনি আমরা ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার চেষ্ঠা করি কিন্ত অধিকাংশ সময়ে সফল হইনা।

খুসির খবর হলো বর্তমান যুগের আধুনিক সকল প্রযুক্তির মাধ্যমে আমরা শুধু মাত্র মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জানতে পারব।

বর্তমান সময়ে জনপ্রয় কিছু মোবাইল অ্যাপ এবং সোশাল মিডিয়ার মাধ্যমে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে পারি, যেমন –

মোবাইল অ্যাপ – Truecaller, Whatsapp, imo.
সোশাল মিডিয়া – Facebook.

তাহে চলুন যেনে নেওয়া যাক মোবাইল নাম্বর দিয়ে পরিচয় জানার কিছু উপায়।

Truecaller অ্যাপে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার নিয়ম

Truecaller অ্যাপ দিয়ে বিনা মূল্যে কোন টাকা ছাড়াই শুথু মাত্র ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে পারবেন। পরিচয় জানতে গুরুত্ব সহকারে পরবর্তি ধাপ গুলো অনুসরন করুন।

প্রথম ধাপ – Truecaller অ্যাপ কোথায় পাবেন

আপনার মোবাইল থেকে Google Play Store-এ গিয়ে এটা (Truecaller) লিখে সার্চ করুন এবং অ্যাপ ডাউনলোড করুন।

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা

দ্বিতীয় ধাপ – Truecaller অ্যাপে মোবাইল নাম্বার Verify করার নিয়ম

Turecaller অ্যাপ ডাউনলোড হওয়ার পর অ্যাপটি অপেন করুন এবং প্রথমে GET STARTED ক্লিক করুন, তারপর সকল Permission দেওয়ার জন্য CONTINEU-এ ক্লিক করুন, 

তারপর BANGLADESH নির্বাচন করে আপনার ফোন নাম্বার বসিয়ে VERIFY MY NUMBER– এ ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে কলটি ধরলে একটি কোড নাম্বার বলবে অথবা আপনার মোবাইলে কোড নাম্বার মেসেজ করা হবে, কোডটা বসিয়ে AGREE & CONTINEU-এ ক্লিক করুন। 

তৃতীয় ধাপ – Truacaller অ্যাপে একাউন্ট খুলার নিয়ম

আপনার একটা জিমেল অথবা আপনার ফেসবুক একাউন্ট Truecaller অ্যাপের সাথে যুক্ত করুন অথবা Type Name Manually তে ক্লিক করে আপনার নাম এবং জিমেল দিয়ে CONTINUE-এ ক্লিক করলে একাউন্ট হয়ে যাবে।

চতুর্থ ধাপ – Truecaller অ্যাপে ফোন নাম্বার দিয়ে পরিচয় কিভাবে জানব

এখন Truecaller অ্যাপটি ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার জন্য রেডি। মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য Truecaller অ্যাপের Call Hstory তে যান সেখানে নাম্বারটি কি নামে আছে তা দেখতে পারবেন।

তবে অধিকাংশ ক্ষেত্রে Truecaller অ্যাপ দিয়েও ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা যায়না, কারণ Truecaller মূলত তাদের অ্যাপ ব্যবহার কারিদের থেকে তথ্য নিয়ে Database তৈরী করে, সে জন্য আপনি যে  ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে চান সে নাম্বার যদি অন্য কেউ তার মোবাইলে Truecaller অ্যাপ এর মাধ্যমে নাম দিয়ে Save করে থাকে তাহলে আপনি তার নাম জানতে পারবেন, অন্যতায় Turecaller অ্যাপ দিয়েও ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে পারবেন না।

Whatsapp অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

আমরা সবাই জানি বর্তমান সময়ে Whatsapp খুব জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ যা প্রায় পৃথিবীর সকল দেশ মিলিয়ে ১০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে। তবে আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Whatsapp অ্যাপের সাহায্যে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন। 

প্রথম ধাপ – Whatsapp অ্যাপ কোথায় পাবেন 

আপনার মোবাইল থেকে Google Play Store অথবা App Store এ গিয়ে Whatsapp লিখে সার্চ করুন এবং ডাউনলোড করুন। 

দ্বিতীয় ধাপ – Whatsapp অ্যাপে একাউন্ট করার নিয়ম

Whatsapp অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে Verify করুন, তারপর আপনার নাম দিয়ে CONTINUE করুন।

  

তৃতীয় ধাপ – Whastapp অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার নিয়ম।

গ্রুপ খুলার জন্য New Group-এ ক্লিক করুন এবং যে নাম্বারটির পরিচয় জানতে চান সেটা সিলেক্ট করুন তারপর Arew (➡️) অপসনে ক্লিক করুন, এখানে একটা নাম চাইবে যেকোন একটা নাম দিয়ে দিন।

তারপর হোম পেজে ফিরত গিয়ে আপনি যে গ্রুপটি খুলেছেন সেটার নামের উপরে ক্লিক করুন, আবারও নামের উপরে ক্লিক করুন এবং নিচে যান তাহলে দেখতে পারবেন Participants এখানে আপনি যে নাম্বারটির পরিচয় দেখার জন্য Add করেছিলেন সেটার নাম দেখতে পারবেন। 

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা

তবে যদি ওই ব্যক্তির নাম্বারে Whatsapp খুলা না থাকে তাহলে আপনি তার কোন পরিচয় জানতে পারবেন না।

Imo অ্যাপে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা

প্রবাস কিংবা দেশ ছোট কিংবা বড় সকলের মোবাইলে Imo অ্যাপ আছে এটা এখনকার স্বাভাবিক ব্যাপার, বিশেষ করে প্রবাসি ভাইয়েরা Imo অ্যাপ বেশি ব্যাবহার করে থাকেন। তবে আজকে আমরা imo অ্যাপের মাধ্যমে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার চেষ্টা করব।  

প্রথম ধাপ – imo অ্যাপ কোথায় পাবেন 

আপনার মোবাইলে যদি imo অ্যাপ না থাকে তাহলে Google play Store অথবা App Store-এ imo লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করুন। 

দ্বিতীয় ধাপ – imo অ্যাপে একাউন্ট খুলার নিয়ম 

প্রথমে imo অ্যাপে প্রবেশ করুন, তারপর আপনার নাম্বার এবং নাম দিন, অপেক্ষা করুন আপনার মোবাইলে একটি মেসেজের মাধ্যমে Verification code আসবে সেটা বসিয়ে Verify করুন।  

তৃতীয় ধাপ – Imo অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার নিয়ম

প্রথমে হোম পেজ থেকে উপরের ডান সাইডে দেখতে পারবেন মানুষের মত একটা Icon আছে সেটায় ক্লিক করুন, তারপর New Contact-এ ক্লিক করুন, এখন আপনি যে নাম্বারের পরিচয় জানতে চান সেটা লিখে Add-এ ক্লিক করুন। এখন তার নাম দেখতে পারবেন, তবে শুধু মাত্র ওই ব্যক্তির নাম্বারে imo একাউন্ট খুলা থাকলেই নাম দেখতে পারবেন, তাছাড়া নাম বা অন্য কোন পরিচয় দেখতে পারবেন না।

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা

ফেসবুকের মাধ্যমে পরিচয় বের করার উপায়

ফেসবুকের মাধ্যমে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার জন্য প্রথমে Facebook অ্যাপ অপেন করুন সেখানে দেখতে পারবেন Forgotten password এখানে ক্লিক করুন, তারপর দেখতে পারবেন Find Your Account এখানে যার পরিচয় জানতে চান তার নাম্বার বসিয়ে Search-এ ক্লিক করুন। এখন ওই নাম্বার দিয়ে যদি আগে কখনো তার নামে ফেসবুক আইডি খুলা হয়ে থাকে তাহলে তার নাম দেখতে পারবেন।

পুলিশের মাধ্যমে ফোন নাম্বার দিয়ে পরিচয় বের করুন

আপনাকে যদি কেউ হুমকি দেয় বা খারাপ কিছু হওয়ার আসংখ্যা থাকে তাহলে সবচেয়ে ভালো হবে আপনি আপনার এলাকার পুলিশ স্টেশনে ওই নাম্বারে একটা জিডি করুন। 

তবে আপনি যদি ওই নাম্বারে মামলা করেন এবং ওই ব্যক্তিকে খুজে পেতে চান তাহলে পুলিশ আপনাকে সাহায্য করতে পারবে। কারণ পুলিশ ভাইদের কাছে এমন অনেক প্রযোক্তি আছে যা দিয়ে খুব সমজে ফোন নাম্বার দিয়ে তার পরিচয় সহ সকল তথ্য খুব সহজে জানতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *