Skip to content

বেকারদের জন্য প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ দিচ্ছে ৫ লাখ টাকা | ঋণ নিন সহজেই

বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২.৫৯ মিলিয়ন, যার মধ্যে পুরুষ ১.৭১ মিলিয়ন। বেকারত্বের এই সমস্যাটি বাংলাদেশ কে সামনে এগিয়ে নিতে বাঁধা প্রধান করছে। তবে বাংলাদেশ সরকার এই বেকারত্বের হার কমিয়ে আনতে চালু করেছে প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ। 

এই লোন নিতে পারবে শিশু থেকে শুরু করে তরুন বয়সের যে কেউ। তু আজকের এই পোস্ট-এ আমরা কথা বলব প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ নিয়ে। এই লোনটির আরেকটি নাম রয়েছে সেটা হলো বঙ্গবন্ধু যুব ঋণ

আরও জানুনঃ পূবালী ব্যাংক লোন সমূহ

এই পোস্ট থেকে আমরা জানতে পারব প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ কি? প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ এর বৈশিষ্ঠ্য কি? প্রধানমন্ত্রী লোন পেতে কি কি যোগ্যতা লাগবে? 

সকল প্রশ্নের উত্তর জানতে পর্যায়ক্রমে পড়ুন।

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ কি?

বাংলা একটা উক্তি আছে শিক্ষিত মানুষই বেকার থাকে, অশিক্ষিত রা কখনো বেকার থাকেনা। এখানে বিষয়টা হচ্ছে শিক্ষিত মানুষ সবকাজ করতে পারেনা তাই তারা বেকার থাকে। 

আর এই জন্যই শুধূ মাত্র শিক্ষিত বেকার ছেলেদের এই লোনটি প্রধান করা হবে (আমি একজন মুসলমান হওয়ায় কখনো ছাইনা একটা মেয়ে কাজ করুক তাই আমাদের এই পোস্ট-এর কোথাও মেয়েদের কথা উল্যেখ করা হবেনা) এই লোণটি দেওয়া হবে সরকার নিশিদ্ধ করেনি এমন যে কোন খাতে।  

আরও জানুনঃ কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম  

এই লোনটি শুধু মাত্র প্রশিক্ষন প্রাপ্ত বেকার যুবকদের দেওয়া হবে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য। যার মাধ্যমে এসডিজি লক্ষমাত্রা অর্জনে সহায়তা করা যাবে। এবং এই লোন প্রধান করার মাধ্যমে উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকান্ডকে উৎসাহিত করা হয়েছে। এই লোন প্রধান করার উদ্দেশ্য যোগ্য উদ্যোক্তা গড়ে তুলা।

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ প্রাপ্তির যোগ্যতা 

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ প্রাপ্তির যোগ্যতা 

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ পাওয়ার জন্য আপনার কিছু যোগ্যতা প্রয়োজন হবে। নিম্নে লিখা হয়েছেঃ

  • আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আপনি শুধু মাত্র স্থায়ি বাসিন্দা হলে আপনার স্থানিয় শাখা থেকে লোন নিতে পারবেন।
  • শিক্ষাগত যোগ্যতা কম হলেও জে,এস,সি/সমমান হতে হবে।
  • আপনি যে কাজের জন্য লোন নিবেন সে কাজে যদি আপনি প্রশিক্ষন প্রাপ্ত না হন তাহলে আপনাকে লোন দেওয়া হবেনা। আপনাকে অবশ্যই বেকার হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।
  • আপনার একটা প্রতিষ্ঠান পরিচালনা করার মত যোগ্যতা থাকতে হবে।
  • আপনি যদি অন্য কোন ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোন ঠিক মত পরিসুদ না করে থাকেন তাহলে আপনাকে প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ – এর ঋণ দেওয়া হবেনা। 
  • আপনার একজন স্থানিয় গ্যারান্টার প্রয়োজন হবে যার জমি-জমা আছে এবং ঋণ পরিশুধ করার মত সক্ষতা আছে। 

আরও জানুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ এর বৈশিষ্ঠ্য

বৈশিষ্ঠ্য গুলো হলোঃ

  • প্রধানমন্ত্রী লোন সর্বোচ্ছ ৫ লক্ষ্য টাকা ঋণ দিয়ে থাকে।
  • প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ-এর ঋণ ৫ বছরের মধ্যে পরিসুদ করতে হয়। 
  • এই লোনের সুদের হার মাত্র ৯% সরল সুদ ( তবে এটা পরিবর্তন হতে পারে)
প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ- এর ঋণ পাওয়ার জন্য প্রয়োজনিয় কাগজপত্র 

প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ- এর ঋণ পাওয়ার জন্য প্রয়োজনিয় কাগজপত্র 

  • ঋণগ্রহণকারী ও জামানতদার কৃতক স্বাক্ষরিত ডিপি নোট। 
  • প্রতিষঠানের সকল অবস্তার সম্পত্তি এবং মালামাল ব্যাংকের নিকট হাইপোথিকেশন রাখার জন্য ঋণগ্রহীতা কৃতক স্বাক্ষরিত হাইপোথিকেশন ডিড।
  • আবেদনকারীর সম্পত্তির মূল দলিলপত্র জমা দিতে হবে হবে অথবা জামিনদারের জমির দলিল জমা দিতে হবে।

উপসংহার

এই পোস্ট-এ প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ নিয়ে লিখা কোন কথা আমাদের নিজের থেকে লিখা নহে। সমস্ত তথ্য ঋণ প্রধানকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। 

এই তথ্য গুলো আপডেত হতে থাকে। তাই আপনি ঋণ নেওয়ার সময় যদি আমাদের কোন তথ্যের সাতে না মিলে তাহলে আমাদের কমেন্ট করে জানানুর অনুরোধ করছি। আমরা খুবি অল্প সময়ের মধ্যে আপডেট করিয়া দিব।

46 thoughts on “বেকারদের জন্য প্রধানমন্ত্রী লোন বাংলাদেশ দিচ্ছে ৫ লাখ টাকা | ঋণ নিন সহজেই”

      1. আপনি কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যেকারণে টাকা দরকার ওই খাতে তারা আপনাকে লোন দিবে। আর যদি ইসলামী ব্যাংক এ যান তারা আপনাকে প্রয়োজনীয় জিনিস কিনা দিবে

      2. আপনি কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি নিয়মিত বিকাশ ব্যবহার করে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনি ৫০০০-২০,০০০ পর্যন্ত লোন নিতে পারবেন. কিভাবে লোন নেবেন তা জানতে আমাদের বিকাশ লোন এর পোস্টটি পড়ুন।

      3. আমি একটা গাড়ি কিনতে চাই বিশ হাজার টাকা খুব প্রয়োজন আমাকে একটু সাহায্য করেন। এটা আমার নগদ নাম্বার 01762365607

    1. ব্যবসার জন্য লোন লাগবে।রুবেল, বেনাপোল থেকে বলছি।

    2. আমারে ২০ হাজার টাকা লাগবো আমি কিভাবে পেতে পারি আমাকে অবশ্যই জানাবেন আমার নাম্বার ০১৭১৩৩২৬২০৬ খুব জরুরী চিকিৎসার জন্য লাগবে

    1. প্রবাসী লোন পাওয়ার নিয়ম জানতে এবং প্রবাসী লোন সম্পর্কিত সকল তথ্য জানতে এই ২ টি আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ুন।
      ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি
      প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন

      1. আমার ১৫০০০ টাকা লোন লাগবে
        আমার বিকাশ নাম্বার 01406589778
        কিন্তু কিভাবে নিতে পারব
        আমি কি বিস্তারিত জানতে পারবো

  1. মোঃ ফিরোজ কবীর

    আমি বেকার যুবক আমি বেকারত্ব দূর করতে লন চাই, প্লিজ হেল্প করুন, আমার নগদ বা বিকাশ পার্সোনাল নাম্বার,01751687503

    1. আপনি কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যেকারণে টাকা দরকার ওই খাতে তারা আপনাকে লোন দিবে। আর যদি ইসলামী ব্যাংক এ যান তারা আপনাকে প্রয়োজনীয় জিনিস কিনা দিবে

  2. আমি প্রবাসে যাবো কিন্তু আমার কিছু টাকা লাগবে দরেন দুই লক্ষ টাকা লাগবে প্লিজ প্লিজ প্লিজ একটু হেল্প করেন 😭😭

  3. আমি গরুর খামার করিতে চাই এর জন‍্য সরকারের কাছে আমার আবেদন অগ্রানী ব‍্যংক যদুনন্দী বাজার সাখা.সালথা.ফরিদপুর 0200018494719

  4. আমার 3০০০০০ টাকা লোন লাগবে
    আমার বিকাশ নাম্বার 01764178610
    কিন্তু কিভাবে নিতে পারব
    আমি কি বিস্তারিত জানতে পারবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *