Skip to content

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম 2023 বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা ভাতার টাকা চেক

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম 2023। বর্তমানে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা (ইত্যাদি) ভাতার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়। বর্তমান যুগের এই সময়ে এসে প্রায় আমরা সকলেই Smartphone ব্যাবহার করে থাকি তাই সরকার Smart Bangladesh গড়ার লক্ষে এই উদ্যোগ নিয়েছে। পূর্বে বয়স্ক ভাতা কিংবা যে ভাতার টাকাই হুক আমাদের অনেক সময় দিয়ে লাইনে দাড়িয়ে সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে এই সকল ভাতার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। যেমন – বিকাশ, নগদ, শিউরক্যাশ এবং রকেট।

আজকে আমরা জানব ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম অর্থাৎ বিকাশ, নগদ এবং রকেট এর মত অ্যাপ দিয়ে কিভাবে ভাতার টাকা দেখতে পারবেন মিনিটির মধ্যেই তাও আবার ঘড়ে বসে।

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম 2023

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম 2023

ভাতার টাকা মোবাইলে দেখার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে গিয়ে *247# তারপর Call বাটনে ক্লিক করলে (8 – My Bkash) দেখতে পারবেন আপনি 8 লিখে send বাটনে ক্লিক করুন। তার পর যথাক্রমে (1 – Check Balance) ➡️ (Enter Menu Pin) এখানে আপনার বিকাশ একাউন্টটের পাসওয়ার্ড বসাতে হবে। তারপর Send বাটনে ক্লিক করুন। তারপরে আপনাদের বিকাশ একাউন্টটের টাকা দেখতে পারবেন। যদি ভাতার টাকা পাঠানো হয় তাহলে সরাসরি আপনার বিকাশ একাউন্টটের টাকায় অ্যাড হবে এবং টাকা দেখতে পারবেন।

এই নিয়মে শুধুমাত্র বিকাশ দিয়ে ভাতার টাকা চেক করতে পারবেন। বিস্তারিত বুঝতে নিছে দেওয়া আর্টিকেল পড়ুন এখানে Step by Step লিখে দেওয়া হয়েছে খুব সহযে বুঝতে পারবেন।

বিকাশ দিয়ে কিভাবে ভাতার টাকা দেখব।

বিকাশের মাধ্যমে ভাতার টাকা টাকা চেক করার জন্য নিচে দেওয়া নির্দেশনা অনুযায়ী চেষ্টা করুন তাহলেই টাকা দেখতে পারবেন। 

বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই আপনার ভাতার টাকা রেজিষ্ট্রেশন যেই নাম্বার দিয়েছিলেন সেটা দিয়ে চেক করতে হবে।

Step 1. সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন। এখান থেকে ডায়াল করতে হবে *247# তারপর Send বাটনে ক্লিক করুন।

Step 2. তারপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (8- My Bkash) 8 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3. এই পেজ থেকে (1 – Check Balance) 1 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4. (Enter Menu Pin) এখানে আপনার বিকাশ একাউন্টটের পাসওয়ার্ড বসাতে হবে। তারপর Send বাটনে ক্লিক করুন। তারপরে আপনাদের বিকাশ একাউন্টটের টাকা দেখতে পারবেন। যদি ভাতার টাকা পাঠানো হয় তাহলে সরাসরি আপনার বিকাশ একাউন্টটের টাকায় অ্যাড হবে এবং টাকা দেখতে পারবেন।

(একাউন্ট রেজিস্ট্রেশন এর সময় বিকাশ একাউন্টের পাসওয়ার্ড ওরা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বইয়ে অথবা একটা কাগজে লিখে দেয়)

নগদ এর মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম

বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার রেজিস্ট্রেশন করার সময় আপনারা যদি নগদ নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনাদের ভাতার টাকা নগদ এর মাধ্যমে পাঠানো হবে। কিভাবে আপনারা মোবাইল দিয়ে চেক করবেন ভাতার টাকা নগদে পাঠানো হয়েছে কিনা?  ভাতার টাকা মোবাইলে কাভাবে দেখবেন নিচে দেওয়া হল।

Step 1: সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন। এখান থেকে ডায়াল করুন *167# তারপর Send বাটনে ক্লিক

Step 2: তারপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (7- My Nagad) 7 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3: এই পেজ থেকে (1 – Balance Enquiry) 1 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4: (Enter PIN:) এখানে আপনার নগদ একাউন্টটের পাসওয়ার্ড বসাতে হবে। তারপর Send বাটনে ক্লিক করুন। তারপর আপনাদের নগদ একাউন্টটের টাকা দেখতে পারবেন। যদি ভাতার টাকা পাঠানো হয় তাহলে সরাসরি আপনার নগদ একাউন্টটের টাকায় অ্যাড হবে এবং টাকা দেখতে পারবেন।

(একাউন্ট রেজিস্ট্রেশন এর সময় বিকাশ একাউন্টের পাসওয়ার্ড ওরা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বইয়ে অথবা একটা কাগজে লিখে দেয়)

রকেটের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম।

রকেট একাউন্ট অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংক একাউন্টে ভাতার টাকা আসলে কিভাবে চেক করবেন? কিভাবে চেক করবেন সে পদ্ধতি নিচে দেখানো হয়েছে।

Step 1: সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন। এখান থেকে ডায়াল করুন *322# তারপর Send বাটনে ক্লিক করুন।

Step 2: তারপর আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে সেখান থেকে (5- My Acc) 5 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3: এই পেজ থেকে (1 – Balance) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4: (Enter Your 4-Digit PIN) এখানে  আপনাদের রকেট একাউন্টের ৪ ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন। যদি ভাতার টাকা পাঠানো হয় তাহলে সরাসরি আপনার নগদ একাউন্টটের টাকায় অ্যাড হবে এবং টাকা দেখতে পারবেন।

শিউরক্যাশ এর মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম।

শিওর ক্যাশের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম নিচে দেখানো হয়েছে ধাপ গুলো অনুসরণ করে এখনই ব্যালেন্স চেক করুন।

Step 1: সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে প্রবেশ করে ডায়াল করন*495# এরপরে Send বাটনে ক্লিক করুন।

Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (4- Check Blanace) 4 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3: (Enter Your 4-Digit PIN) এই পেইজে আপনাদের রকেট একাউন্টের ৪ ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন।

Step 4: স্কিনে আপনার শিউরক্যাশ বর্তমান ব্যালেন্স দেখাবে। যদি ভাতার টাকা পাঠানো হয় তাহলে সরাসরি আপনার শিউরক্যাশ একাউন্টটের টাকায় অ্যাড হবে এবং টাকা দেখতে পারবেন।

বিধবা ভাতার টাকা দেখার নিয়ম।

বিধবা ভাতার টাকা দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *322# তারপর My Acc (5) সিলেক্ট করে Send বাটনে ক্লিক করে এরপরে যথাক্রমে Balance (1) এবং Enter PIN দিয়ে Send বাটনে ক্লিক করলে আপনাদের বিধবা ভাতার টাকা দেখতে পারবেন।

এছাড়াও যদি আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করার সময় নগদ, বিকাশ, শিউরক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে থাকেন সে ক্ষেত্রে কিভাবে আপনারা বিকাশ এবং নগদ ও রকেট থেকে বয়স্ক ভাতার টাকা চেক করবেন সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উপরের লেখাগুলো মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন।

শিশু ভাতার টাকা খবর।

বর্তমানে শিশু ভাতার জন্য আবেদন করার পদ্ধতি চালু হয়েছে। শিশু ভাতা টাকার জন্য আবেদন করতে https://mowca.portal.gov.bd/ এই লিঙ্কে ক্লিক করে মহিলা ও শিশু মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে, অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে পারবেন।

এবং পরবর্তীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা তথ্য যাচাই করে যদি আপনি শিশু ভাতা পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে। এবং আপনাকে একটি শিশু কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে আপনারা শিশু ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

মহিলা ও শিশু মন্ত্রণালয় কর্তিক দরিদ্র গর্ভবতী মা ও শিশুদের মাসিক ৩৫০/ টাকা হারে ৬ মাস অন্তর-অন্তর  শিশু ভাতা প্রদান করা হয়। শিশু ভাতা ৪ বার তথা ২৪ মাস পর্যন্ত প্রধান করে। যদি আপনি এই ভাতা পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে এখনই আবেদন করুন। শিশু ভাতার টাকা চেক করার জন্য উপরে দেখার পদ্ধতি অনুসরণ করুন। বিকাশ, নগদ ও রকেট থেকে ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে প্রথমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *