Skip to content

জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে 2023

জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে।

জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে। আজকে আমরা জানব জমির পুরাতন দলিল কিভাবে বের করতে হয়। বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাই আমাদের করা কাজ গুলো অনলাইনে খুব সহজে করা হয় যা আগে করার জন্য আমাদের অনেক সময় এবং টাকা প্রয়োজন হত।

ঠিক তেমনি ভাবে আমাদের জমির দলিল ও আমরা অনলাইনে খুজে বের করতে পারি। আপনার পুরাতন দলিল যদি অনলাইনে খুব সহজে নিজের মোবাইল দিয়ে বের করতে চান তাহলে আর্টিকেল টি আপনার কাজে আসবে ইনশাআল্লাহ।

আপনার জমি আছে কিংবা আপনি জমি কিনেছেন সেটার প্রমান হলো দলিল। তাই আপনার যদি পুরাতন এবং নতুন জমি থাকে উভয়ের ক্ষেত্রে দলিল থাকা জরুরি।

এবং আপনার জমি নিয়ে যদি কোন সমস্যা হয় অর্থাৎ কেউ যদি দখল করতে চায় অথবা নিজের জমি বলে দাবি করে তাহলে সেটার প্রমান হিসাবে আপনার দলিল খুব গুরুত্বপূর্ণ।

পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে

অনলাইনে কিভাবে জমির দলিল খুজে বের করবেন।

আপনারা যারা জমির মালিক হয়েছেন তারা দলিলের জন্য একদিন হলেও ভুক্তভোগী হয়েছেন। আপনি নতুন জমি কিনছেন? জমির দলিলে সমস্যা? পুরাতন দলিল নিয়ে সমস্যায় আছেন? এখন আর দলিল নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবেনা।

এখনো যারা দলিল নিয়ে সমস্যায় আছেন বা ভুগতেছেন তাদের জন্য পুরাতন দলিল বের করার একটি ওয়েবসাইট বের হয়েছে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পুরাতন দলিল সম্পর্কে জানতে পারবেন।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার নিয়ম।

মোবাইলে পুরাতন দলিল বের করার জন্য প্রথমে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যেকোন একটা ব্রাউজারে প্রবেশ করুন। ব্রাউজারে প্রবেশ করার পর ডেস্কটপ ভার্ষন করে নিন।

গুগলে গিয়ে এটি লিখে সার্চ করুন। এইবার প্রথম পেজে wb registration এর নামে যে লিংক দেখতে পাবেন সেই লিংকে ক্লিক করুন। এই লিংকে ক্লিক করলে আপনাকে পুরাতন দলিল বের করার ওয়েবসাইটে নিয়ে যাবে।

এই ওয়েবসাইট থেকে একটু নিচে E-SERVICES নামের এই অপশন থেকে Searching of Deep নামের অপশনে গিয়ে ক্লিক করুন।

এখন Search of Registration Made অপশনে অনেক অপশন দেখতে পাবেন। এখান থেকে সবার প্রথমে থাকা By Seller/Buyer/Party Name অপশনে ক্লিক করুন।

এবার প্রথম নাম অর্থাৎ আপনি আপনার নামের প্রথম অংশ লিখবেন।  শেষ নাম অর্থাৎ নামের শেষ অংশ লিখবেন,  সাল অর্থাৎ কত সালে জমি রেজিষ্ট্রেশন করেছেন সেটি লিখবেন।

জেলা অর্থাৎ:-  যে জেলায় জমি রেজিষ্ট্রেশন করেছেন সে জেলার নাম লিখবেন এবং সর্বশেষ সিকিউরিটি কোড নিচে দেওয়া সংখ্যা কোডটি লিখবেন। সকল তথ্য সঠিক ভাবে লিখে ডিসপ্লে অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি জমির দলিল এর বিভিন্ন তথ্য দেখতে পাবেন।

এখানে আপনার নামের সাথে মিল আছে এবং একই বছর, একই জেলা থেকে যারা জমি রেজিষ্ট্রেশন করেছে তাদের তথ্য গুলো দেখানো হবে।

এখান থেকে আপনি অবশ্যই আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা মিলিয়ে নিবেন। এরপর যদি আপনি আরো বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে view অপশনে ক্লিক করুন।

এখানে আরো বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যা আপনার প্রয়োজনীয় তথ্য পেতে আরও সাহায্য করবে। যেমন – আপনার পুরো ঠিকানা, জমির দলিল কোন অফিস থেকে রেজিষ্ট্রি করা হয়েছে, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমান, দলিল নম্বর, কত তারিখে জমির দলিল করা হয়েছে  ইত্যাদি আরো বিস্তারিত দেখতে পাবেন।

উল্লেখিত উপায়ে আপনি মোবাইলের মাধ্যমে অনলাইনে নতুন দলিল ও পুরাতন দলিল দেখতে পারবেন। তবে মনে রাখবেন এখন ও অনলাইন থেকে জমির দলিল বাহির করা যায় না। অর্থাৎ এখনো জমির দলিল বাহির করার জন্য বাংলাদেশে জমির দলিল অনলাইন ভিত্তিক করা হয় নাই।

তবে আশা করা যায় অদূর ভবিষ্যতে দলিল ও অনলাইন ভিত্তিক করা হবে এবং জমির মালিকগন অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে জমির দলিল সহ প্রয়োজনীয় সকল তথ্য বের করে নিতে পারবেন।

1 thought on “জমির পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে 2023”

  1. Pingback: সরকারি ভূমি উন্নয়ন করের খাজনার হারের তালিকা। খাজনা রেট ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *