Skip to content

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023

একজন গেমারের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার মোবাইল। আর অধিকাংশ গেমার হয় বেকার সে জন্য তারা বেশি টাকা দিয়ে ভালো মোবাইল কিনতে পারেনা। আর বেশির বাগ পরিবার তাদের সন্তানদের এই বিষয়ে সমর্তন করেনা, কারণ তারা মনে করে এটা তাদের সন্তানদের ভুল পতে নিয়ে যাবে।

আরও পড়ুন ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি গেমিং ফোন

তবে তারা এটা জানেনা যে PUBG এবং Free Fire এর মত গেম গুলা খেলে প্রতি মাসে লক্ষ্য টাকা ইনকাম করা যায়। আর সে জন্যই অনেক বেকার ছেলে নিজের টাকা জমিয়ে ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চায় এবং চেষ্টা করে গেম খেলে কিছু টাকা ইনকাম করার।

আরও পড়ুন…10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

আবার সবার ক্ষেত্রে বিষয়টি মুটেও এমন নয়। অনেকে আছে শখের বসে গেম খেলে কিন্তু বেশি টাকা দিয়ে মোবাইল কিনতে ছায়না। তারাও চায় ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনতে। তাদের সবার জন্য এই আর্টিকেল।

আরও পড়ুন…সবচেয়ে কম দামে বাটন মোবাইল

আপনি যদি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন। এই আর্টিকেল আপনাদের ১৫০০০ টাকার মধ্যে সেরা গেমিং মোবাইলটি বাছাই করতে সাহায্য করবে। 

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023

১. ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন | Infinix Hot 13

আমাদের পছন্দের প্রথম মোবাইলটি হলো ইনফিনিক্স হট ১৩, এই মোবাইলে থাকছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, দুটি ছোট সিম, ইউ এস বি টাইপ সি, ডিসপ্লে তে থাকছে ৬.৭৮ ইঞ্চি সাইজ, রেজুলেশন ১০৮০×২৪৬০ পিক্সেল, আইপিএস এলসিডি টাচস্ক্রীন, রয়েছে ৯০ হায রিফ্রেশরেট। ব্যাক ক্যামেরায় থাকছে দুটি ৫০+২ মেগাপিকসেল্স লেন্স, ধারুণ সব চবি তুলার পাশাপাশি ভিডিও করতে পারবেন কোয়াড এইছডি তে যা এই দামে অভাবনীয়।

মোবাইলটি তে রয়েছে বিশাল ৫০০০ হাজার এমএএইছ ব্যাটারি এটা যেমন বেকআপ দিবে অনেক সময় তেমনি চার্জ হবে খুবি দ্রুত, ৩৩ওয়াট ফাস্ট চার্জার হওয়ার কারণে মাত্র ৩০ মিনিটে ৫৫% চার্জ করতে পারবেন। গেমিং করার জন্য রয়েছে পাওয়ারফুল ছিপ্সেত মিডিয়াটেক হিলিও জি৮৮ (১২ এনএম) রেম থাকছে ৪ এবং ৮ জিবির দুটি ব্যারিয়ান্ট। দাম মাত্রঃ ১৪,৯৯৯ – ৪/১২৮ জিবি।

আরও পড়ুন…Oppo মোবাইলের দাম বাংলাদেশে

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023

ইনফিনিক্স হট ৩০ ফুল স্পেসিফিকেশন 

নেটওয়ার্কঃ                ৪জি
সিমঃ                         দুটি ছোট সিম
স্টাইলঃ                     পানচ-হল
ডিসপ্লে– 
সাইজঃ                      ৬.৭৮ ইঞ্চি 
রেজুলেশনঃ                ফুল এইচডি প্লাস ১০৮০ × ২৪৬০, পিক্সেল (৩৯৬ পিপিআই)
ডিসপ্লে টাইপঃ            আইপিএস এলচিডি টাচস্ক্রীন
রিফ্রেশ রেটঃ               ৯০ এইচজেট
ব্যাক ক্যামেরাঃ           দুটি ৫০+অগুষিত মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ             ৮ মেগাপিক্সেল 
ব্যাটারিঃ                    ৫০০০ এমএএইচ (৫০% চার্জ হবে ৩০ মিনিটে)
অপারেটিং সিস্টেমঃ     এন্ড্রয়েড ১৩ (এক্সওএস ১২.৬)
ছিপ্সেটঃ                    মিডিয়াটেক হিলিও জি৮৮ (এনএম)
রেমঃ                         ৪ / ৮ জিবি
রমঃ ১২৮ জিবি
দামঃ ১৪,৯৯৯ টাকা (৪/১২৮ জিবি)

মতামতঃ

আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা হয় আর আপনি গেমিং করার পাশাপাশি ভালো ক্যামেরা, ডিসপ্লে চান তারা এই মোবাইল নিতে পারেন।  এই দামের ফোনের মধ্যে এটা ভালো অপশন।

আরও পড়ুন…৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

২.  ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন | Realme Narzo 50

আমাদের পছন্দের সবচেয়ে সেরা মোবাইল টি হলো রেয়ালমি নারজো ৫০, এই মোবাইলে পাচ্ছেন ৪জি নেটওয়ার্ক সিস্টেম, দুটি ছোট সিম, ইউ এস বি টাইপ সি, ডিসপ্লে সাইজ হলো ৬.৬ ইঞ্চি, রেজুলেশন ১০৮০×২৪১২ পিকসেল্স, আইপিএস এলসিডি টাচস্ক্রীন, রয়েছে ১২০ হায রিফ্রেশরেট। ব্যাক ক্যামেরায় থাকছে তিনটি ৫০+২+২ মেগাপিক্সেলস লেন্স, ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলস এর একটি লেন্স। থাকছে বিশাল বড় ৫০০০ এমএএইচ ব্যাটারি সেটা চার্জ কার জন্য পাচ্ছেন ৩৩ওয়াট ফাস্ট চার্জার। গেমিং করার জন্য রয়েছে পাওয়ারফুল ছিপ্সেট মিডিয়াটেক হিলিও জি৯৬ (১২ এনএম) রেম থাকছে ৪ এবং ৬ জিবির দুটি ব্যারিয়ান্ট। দাম মাত্রঃ ১৫৫০০ – ৬/১২৮ জিবি (Unofficial)

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023 Realme Narzo 50

রিয়ালমি নারজো ৫০ ফুল স্পেসিফিকেশন 

নেটওয়ার্কঃ                ৪জি
সিমঃ                         দুটি ছোট সিম
স্টাইলঃ                     পানচ-হল
ডিসপ্লে– 
সাইজঃ                      ৬.৬ ইঞ্চি 
রেজুলেশনঃ                ফুল এইচডি প্লাস ১০৮০ × ২৪১২, পিক্সেল (৪০০ পিপিআই)
ডিসপ্লে টাইপঃ              আইপিএস এলচিডি টাচস্ক্রীন
রিফ্রেশ রেটঃ               ১২০ এইচজেট
ব্যাক ক্যামেরাঃ             তিনটি ৫০+২+২ মেগাপিক্সেল লেন্স
ফ্রন্ট ক্যামেরাঃ              ১৬ মেগাপিক্সেল 
ব্যাটারিঃ                      ৫০০০ এমএএইচ, ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
অপারেটিং সিস্টেমঃ     এন্ড্রয়েড ১১ (রিয়ালমি ইউআই ২.০)
ছিপ্সেটঃ                      মিডিয়াটেক হিলিও জি৯৬ (১২ এনএম)
রেমঃ                         ৪ / ৬ জিবি
রমঃ ৬৪/ ১২৮ জিবি
দামঃ ১৫৫০০ টাকা (৬/১২৮ জিবি)

মতামতঃ 

গেমিং কিংবা ক্যামেরা, ব্যাটারি বেকআপ কিংবা ডিসপ্লে একটা মোবাইলে সবকিছু ভালো এমনটা খুব বেশি দেখা যায়না। তবে আপনি যদি এই দামে সবকিছু ভালো চান তাহলে রেয়াল্মি নারজো ৫০ মোবাইলটি নিতে পারেন। এটার সবকিছু আপনাকে ভালো সার্বিস তু দিবেই তার সাতে গেমিং করতে পারবেন অন্য লেভেলের, এই মোবাইল টি আনঅফিচিয়ালি ১৫৫০০ টাকায় পাওয়া যাচ্ছে তবে আপনি যদি এই মোবাইলটির অফিচিয়াল ভার্সনটি ১৭০০০ হাজার টাকার মধ্যেও পান তাহলে আমার পরামর্শ থাকবে খুন চিন্তা না করে সম্বভ হলে ২ হাজার টাকা বারিয়ে মোবাইলটি নিয়ে নিন।

আরও পড়ুন…itel বাটন মোবাইলের দাম ও ছবি

৩.  ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন | Tecno spark 10 pro

আমাদের এই লিস্টের সবচেয়ে সেরা আরেকটি মোবাইল হলো টেকনো স্পার্ক ১০ প্রো। এই মোবাইলে থাকছে ৪জি নেটওয়ার্ক, দুটি ছোট সিম, ইউ এস বি টাইপ সি, ডিসপ্লে সাইজ থাকছে ৬.৮ ইঞ্চি, রেজুলেশন ১০৮০×২৪৬০ পিক্সেল, আইপিএস এলসিডি টাচস্ক্রীন, ৯০ হায রিফ্রেশরেট। ব্যাক ক্যামেরায় রয়েছে তিনটি ক্যামেরা লেন্স, ফ্রন্ট ক্যামেরায় থাকছে একটি ৩২ মেগাপিক্সেলস লেন্স। পাচ্ছেন বিশাল বড় ৫০০০ এমএএইচ ব্যাটারি সেটা চার্জ কার জন্য রয়েছে ১৮ওয়াট ফাস্ট চার্জার। ছিপ্সেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি৮৮ (১২ এনএম) রেম থাকছে ৪ / ৮ জিবি। রমঃ ১২৮ জিবি। দাম মাত্রঃ ১৫৬৯০ – ৪/১২৮ জিবি (official)

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023| Tecno spark 10 pro

টেকনো স্পার্ক ১০ প্রো ফুল স্পেসিফিকেশন

নেটওয়ার্কঃ                ৪জি
সিমঃ                         দুটি ছোট সিম
স্টাইলঃ                     পানচ-হল
ডিসপ্লে– 
সাইজঃ                      ৬.৮ ইঞ্চি 
রেজুলেশনঃ                ফুল এইচডি প্লাস ১০৮০ × ২৪৬০, পিক্সেল (৩৯৫ পিপিআই)
ডিসপ্লে টাইপঃ              আইপিএস এলচিডি টাচস্ক্রীন
রিফ্রেশ রেটঃ               ৯০ এইচজেট
ব্যাক ক্যামেরাঃ             তিনটি, ৫০ মেগাপিক্সেল মেইন লেন্স
ফ্রন্ট ক্যামেরাঃ              ৩২ মেগাপিক্সেল 
ব্যাটারিঃ                      ৫০০০ এমএএইচ, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট 
অপারেটিং সিস্টেমঃ      এন্ড্রয়েড ১৩ (এইছআইওএস ১২.৬)
ছিপ্সেটঃ                      মিডিয়াটেক হিলিও জি৮৮ (১২ এনএম)
রেমঃ                         ৪ / ৮ জিবি
রমঃ ১২৮ জিবি
দামঃ ১৫৬৯০ টাকা (৪/১২৮ জিবি)

মতামতঃ

এই মোবাইলের বিশেষত্ব হচ্ছে সবদিকেই ভালো, আপনি যদি গেমিং করার পাশাপাশি ক্যামেরা ভালো হবে এমন মোবাইল চান আর বাজেট একদম ফিক্সড ১৫ হাজার টাকা তাহলে এই মোবাইল টি নিতে পারেন।

তবে আপনার বাজেট যদি আরও ২ হাজার টাকা বাড়াতে পারেন তাহলে আমাদের লিস্টে থাকা ২ নাম্বার মোবাইল নারজো ৫০ নিতে পারেন। 

৪.  ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন |Infinix Hot 12 

আমাদের লিস্টের চার নাম্বারে থাকা ইনফিনিক্স হট ১২ মোবাইলে থাকছে ৪জি নেটওয়ার্ক, দুটি ছোট সিম, ইউ এস বি টাইপ সি, ডিসপ্লে সাইজ থাকছে ৬.৮২ ইঞ্চি, রেজুলেশন ৭২০×১৬১২ পিক্সেল, আইপিএস এলসিডি টাচস্ক্রীন, ৯০ হায রিফ্রেশরেট। ব্যাক ক্যামেরায় রয়েছে তিনটি ক্যামেরা লেন্স ১৩+৮+০.৩ মেগাপিক্সেলস, ফ্রন্ট ক্যামেরায় থাকছে একটি ৮ মেগাপিক্সেলস লেন্স। ব্যাটারি পাচ্ছেন বিশাল বড় ৫০০০ এমএএইছ, থাকছে ১৮ওয়াট ফাস্ট চার্জার। ছিপ্সেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি৮৮ (১২ এনএম) রেম থাকছে ৪ / ৬ জিবি। রমঃ ১২৮ জিবি। দাম মাত্রঃ ১৬২৯৯ টাকা – ৪/১২৮ জিবি (official)

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023 |Infinix Hot 12

ইনফিনিক্স হট ১২ ফুল স্পেসিফিকেশন

নেটওয়ার্কঃ                ৪জি
সিমঃ                         দুটি ছোট সিম
স্টাইলঃ                     পানচ-হল
ডিসপ্লে– 
সাইজঃ                      ৬.৮২ ইঞ্চি 
রেজুলেশনঃ                ফুল এইচডি প্লাস ৭২০ × ১৬১২, পিক্সেল (২৫৯ পিপিআই)
ডিসপ্লে টাইপঃ              আইপিএস এলচিডি টাচস্ক্রীন
রিফ্রেশ রেটঃ               ৯০ এইচজেট
ব্যাক ক্যামেরাঃ             তিনটি, ৫০+২+৩০.৩ মেগাপিক্সেল লেন্স
ফ্রন্ট ক্যামেরাঃ              ৮ মেগাপিক্সেল 
ব্যাটারিঃ                      ৫০০০ এমএএইচ, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট 
অপারেটিং সিস্টেমঃ       এন্ড্রয়েড ১২ (ক্সওএস ১০.৬)
ছিপ্সেটঃ                      মিডিয়াটেক হিলিও জি৮৫ (১২ এনএম)
রেমঃ                         ৪ / ৬ জিবি
রমঃ ১২৮ জিবি
দামঃ ১৬২৯৯ টাকা (৪/১২৮ জিবি)

মতামতঃ

আপনি যদি এই বাজেটের মধ্যে গেমিং মোবাইল নিতে চান এর আপনার ইনফিনিক্স ফোন পছন্দ তাহলে এটা নিতে পারেন। এই দামে মোবাইল টি ভালো হলেও অন্য গুলু থেকে এই মোবাইল কিছুটা পিছিয়ে আছে। শুধু মাত্র ইনফিনিক্স লাবার হলে এই মোবাইল টি নিতে পারেন।

৫.  ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন | Xiaomi Poco M5

একদম শেসে আছে পোকো এম৫ এই মোবাইলে থাকছে ৪জি নেটওয়ার্ক, দুটি ছোট সিম, ইউ এস বি টাইপ সি, ডিসপ্লে সাইজ থাকছে ৬.৫৮ ইঞ্চি, রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল, আইপিএস এলসিডি টাচস্ক্রীন, ৯০ হায রিফ্রেশরেট। ব্যাক ক্যামেরায় থাকছে ৫০+২+২ মেগাপিক্সেলস এর তিনটি লেন্স, ফ্রন্ট ক্যামেরায় থাকছে একটি ৮ মেগাপিক্সেলস লেন্স। ব্যাটারি পাচ্ছেন বিশাল বড় ৫০০০ এমএএইছ, থাকছে ১৮ওয়াট ফাস্ট চার্জার। গেমিংয়ের জন্য থাকছে এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা এবং পাওয়ারফুল ছিপ্সেট মিডিয়াটেক হিলিও জি৯৯ (৬ এনএম) রেমঃ থাকছে ৪ / ৬ জিবি। রমঃ ৬৪/১২৮ জিবি। দাম মাত্রঃ ১৮০০০ টাকা – ৬/৬৪ জিবি (Unofficial)

সেরা ৫ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2023  Xiaomi Poco M5

পোকো এম৫ ফুল স্পেসিফিকেশন

নেটওয়ার্কঃ                ৪জি
সিমঃ                         দুটি ছোট সিম
স্টাইলঃ                     পানচ-হল
ডিসপ্লে- 
সাইজঃ                      ৬.৫৮ ইঞ্চি 
রেজুলেশনঃ                ফুল এইচডি প্লাস ১০৮০ × ২৪০০, পিক্সেল (৪০০ পিপিআই)
ডিসপ্লে টাইপঃ              আইপিএস এলচিডি টাচস্ক্রীন
রিফ্রেশ রেটঃ               ৯০ এইচজেট
ব্যাক ক্যামেরাঃ           তিনটি, ৫০+২+২ মেগাপিক্সেল লেন্স
ফ্রন্ট ক্যামেরাঃ            ৮ মেগাপিক্সেল 
ব্যাটারিঃ                     ৫০০০ এমএএইচ, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট 
অপারেটিং সিস্টেমঃ      এন্ড্রয়েড ১২ (এমআইইউআই ১৩)
ছিপ্সেটঃ                    মিডিয়াটেক হিলিও জি৯৯ (৬ এনএম)
রেমঃ                         ৪ / ৬ জিবি
রমঃ ৬৪/১২৮ জিবি
দামঃ ১৮০০০ টাকা (৬/৬৪ জিবি)

মতামতঃ

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন গুলোর মধ্যে এই মোবাইল টি সবচেয়ে ভালো, যদিও এটার দাম ১৮০০০ হাজার টাকা, এই মোবাইলে যে ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে সেটা গেম খেলার জন্য খুব ভালো সাপোর্ট দিবে। আমার পরামর্শ থাকবে সম্বব হলে বাজেট বাড়িয়ে এই মোবাইলটি নিন। এর বাজেট বাড়াতে না পারলে উপরের মোবাইল গুলো দেখতে পারেন।

শেষ কথাঃ

গেম খেলার জন্য আমাদের এই লিস্টে থাকা যে খুন মোবাইল নিতে পারেন সবগুলো মোবাইলি ভালো। আশা করছি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনার জন্য আপনাদের সঠিক পরামর্শ দিতে পেড়েছি। 

আপনার থেকে আমরা একটা কমেন্ট এবং শেয়ার আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *