Skip to content

পূবালী ব্যাংক লোন সমূহ ২০২৩ | পার্সোনাল লোন | হোম লোন

  

আমরা অনেকেই পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কিংবা নিজের স্বপ্ন পূরণের জন্য কিছু একটা করতে চাই কিন্তু অনেকেই টাকার অভাবে তা করতে পারিনা। তখনি আমাদের মাথায় আসে লোন নেওয়ার চিন্তা। আপনিও যদি লোন নিয়ে কিছু একটা করে নিজের পরিবারের পাশে দারাতে চান তাহলে এই পোস্ট পড়ুন। এই পোস্ট-এ আমরা পূবালী ব্যাংক লোন সমূহ নিয়ে আলোচনা করব।  

আরও পড়ুন…কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম

পূবালী ব্যাংক লোন সমূহঃ

  • গাড়ি কিনার জন্য লোন।
  • পার্সোনাল লোন।
  • বাড়ি নির্মাণ/ক্রয়/পুনঃনির্মাণ করার জন্য লোন।

পূবালী ব্যাংকের এই সকল লোন নিয়ে পর্যায়ক্রমে নিম্নে বিস্তারিত লিখা হয়েছে।

গাড়ির লোন পাওয়ার যোগ্যতা | পূবালী ব্যাংক লোন সমূহ

ব্যাংক আপনাকে লোন দিবে কিনা তা নির্বর করে আপনার যোগ্যতার উপর। গাড়ি কিনার জন্য আপনার যোগ্যতা না থাকলে ব্যাংক আপনাকে লোন দিবেনা তাই এটা জানা সবথেকে জরুরী যে গাড়ির লোন পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে। 
গাড়ির লোন পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহঃ

  • আপনি যে গাড়িটি কিনবেন সেটা নতুন হতে হবে, রিকন্ডশন কিনতে পারবেন তবে উভয় ক্ষেত্রে গাড়িটি অনিবন্ধিত হতে হবে।
  • আবেদনকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • আপনার কাছে নেট-ওয়ার্থ থাকতে হবে। ঋণ পরিসুদ করার জন্য উপায় এবং আয়ের মাধ্যম থাকতে হবে।
  • বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্ছ ৬৫ বছর হতে হবে।
  • লোনের মাসিক কিস্তি থেকে আপনার ইনকাম ৩ গুণ বেশি হতে হবে।

আরও পড়ুন…ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি

পূবালী ব্যাংক লোন সমূহ ২০২৩ | গাড়ি কিনার জন্য লোন

গাড়ির লোনের বৈশিষ্ট্য | পূবালী ব্যাংক লোন সমূহ

দেখে নিন গাড়ি কিনার জন্য ব্যাংক আপনাকে সর্বোচ্ছ কত টাকা লোন দিবে, কত দিনের মধ্যে পরিসুদ করতে হয়, কত শতাংশ সুদ দিতে হয়, প্রসেসিং ফ্রী কত টাকা লাগে এবং অন্যান্য।
গাড়ি লোন বৈশিষ্ট্য গুলোঃ

  • পূবালী ব্যাংক গাড়ি কিনার জন্য ৫ লক্ষ্য থেকে ৮০ লক্ষ্য টাকা লোন দিয়ে থাকে। গাড়ির মোট মূল্যের ৫০% শতাংশ লোন দেওয়া হবে।
  • ব্যাংক লোন ১২ মাস থেকে ৬০ মাসের মধ্যে পরিসুদ করতে হবে।
  • পূবালী ব্যাংক বর্তমানে গাড়ির লোনের জন্য ৯% শতাংশ সুদ নেয়। 
  • প্রসেসিং ফ্রী লোনের পরিমানের ০.৫০% শতাংশ। তবে ১৫০০০ হাজার টাকার বেশি লাগবেনা।
  • অন্য কোন লুকানো চার্জ নেই।
  • খুব তারাতারি প্রসেসিং শেষ করে টাকা প্রধান করা হয়।

আরও পড়ুন…গরুর খামার করতে ব্যাংক লোন

গাড়ির লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আমরা অনেকেই আছি লোন পাওয়ার যোগ্যতা থাকলেও অল্প কিছু কাগজপত্রের জন্য লোন পাইনা তাই লোন পাওয়ার যোগ্যতা থাকা যেমন জরুরী তেমনি কাগজপত্রও জরুরী। চলুন দেখে নেয়া যাক কি কি কাগজপত্র লাগবে। 
প্রয়োজনীয় কাগজপত্র গুলো হলোঃ

১. আবেদনকারী এবং জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
২. দুজনের ২ কপি করে পাসপোর্ট সাইজ চবি। নতুন চবি দিতে হবে।
৩. সর্বশেষ আয়কর ছাড়পত্রের কপি অথবা রশিদ।
৪. বিদ্যুৎ বিলের কপি।
৫. আবেদনকারীর সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৬. যিনি গ্যারান্টার হবেন উনার ব্যাংক স্টেটমেন্ট।
৭. চাকরিজীবী ব্যক্তির জন্য কর্তৃপক্ষের কাছ থেকে পশংসাপত্র।
৮. আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বৈধ ট্রেড লাইসেন্স এবং আয়ের বিবরণী।

এই হলো গাড়ির লোন সম্পর্কে সকল তথ্য।

পূবালী ব্যাংক লোন সমূহ

পূবালী ব্যাংক পার্সোনাল লোন

আমরা অনেক সময় টাকার অভাবে অনেক পার্সোনাল কাজ সম্পন্ন করতে পারিনা। আর সেজন্যই আপনার নিজের প্রয়োজন অথবা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য পূবালী ব্যাংক দিচ্ছে পার্সোনাল লোন। চলোন দেখে নেওয়া যাক এই লোন পাওয়ার জন্য কি কি যোগ্যতা এবং কাগজপত্র লাগবে।

পূবালী ব্যাংক পার্সোনাল লোন পাওয়ার যোগ্যতা

সব ক্ষেত্রে যেমন যোগ্যতা প্রয়োজন ঠিক তেমনি ভাবে পার্সোনাল লোন পাওয়ার জন্যও লাগবে যোগ্যতা। তবে এক্ষেত্রে খুব বেশি যোগ্যতার প্রয়োজন হবেনা। 
পার্সোনাল লোন পাওয়ার যোগ্যতা নিম্নে লিখা হয়েছেঃ

  • বাংলাদেশি যে কোন নাগরিক এই লোন নিতে পারবে যদি তার লোন পরিসুদ করার ক্ষমতা থাকে।
  • অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে (বাধ্যতামূলক)
  • আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে।
  • আপনার ইনকাম ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা হতে হবে।

পূবালী ব্যাংক পার্সোনাল লোন | পার্সোনাল লোনের বৈশিষ্ট্য

দেখে নিন পার্সোনাল লোন হিসাবে পূবালী ব্যাংক থেকে সর্বোচ্ছ কত টাকা ঋণ নিতে পারবেন এবং কত মাসের মধ্যে ঋণ দিয়ে শেষ করতে হবে, সুদের হার কত % দেওয়া লাগবে এবং কত দিনের মধ্যে টাকা হাতে পাবেন। 
পার্সোনাল লোন বৈশিষ্ট্য গুলোঃ

  • পূবালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন সর্বোচ্ছ ২০ লক্ষ্য টাকা অথবা আপনার মাসিক ইনকামের ২০ গুন।
  • পার্সোনাল লোন ১ থেকে ৫ বছরের মধ্যে পরিসুদ করতে হবে।
  • পার্সোনাল লোনের জন্য সুদ দিতে হবে ৯% শতাংশ। কম বেশি হতে পারে ব্যাংক-এ গিয়ে বর্তমান সুদের হার যেনে নিন।
  • প্রসেসিং ফ্রী লাগবে লোনের পরিমানের ০.৫০% শতাংশ। 
  • আর কোন লুকানো চার্জ নেই।
  • খুব তারাতারি প্রসেসিং করা হয়।

পার্সোনাল লোন পাওয়ার জন্য কাগজপত্র

যে কোন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রয়োজনীয় কাগজপত্র। অবশ্য যোগ্যতা সবচেয়ে বেশি প্রয়োজন তবে তার পাশাপাশি যদি সঠিক কাগজপত্র সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি লোন পাওয়ার যোগ্য হলেও আপনাকে লোন দিবেনা। তু চলোন দেখে নেওয়া যাক পার্সোনাল লোন পাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে।
পার্সোনাল লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে লিখা হয়েছেঃ

১. আবেদনকারী এবং জামিনদারের ভোটার আইডি কার্ডের ২ টা করে ফটোকপি লাগবে।
২. নতুন চবি লাগবে ২ কপি করে।
৩. ৫ লাক্ষের বেশি ঋণ নেওয়ার জন্য ট্যাক্স রিটার্ন/ ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট/ আবেদনকারীর ট্যাক্স প্রাপ্তির ফটোকপি।
৪. সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।
৫. আপনি যদি চাকরি করে থাকেন তাহলে বেতন সার্টিফিকেট।
৬. ব্যবসায়ীদের ক্ষেত্রে গত ২ বছরের ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে এবং আয় বিবরণী দিতে হবে।
৭. আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল লাগবে, আপনার নামে না থাকলে আপনার পিতা-মাতার নামে হলেও চলবে।

পূবালী ব্যাংক লোন সমূহ

পূবালী ব্যাংক হোম লোন

আপনার আমার এবং সকল মানুসের একটা বড় স্বপ্ন হলো আমাদের একটা সুন্দর বাড়ি থাকবে অথাবা সহরে একটা ফ্লাট থাকবে। এই স্বপ্ন অনেকেরি পূরণ হয়না টাকার অভাবে। হ্যাঁ আপনি বেকার নয় একটা ভালো চাকরি করছেন। 

কিন্তু বর্তমান সময়ে চাকরি করে পরিবারের খরচ চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে আর বাড়ি নির্মাণ করা তু স্বপ্ন। তাই এখন জানব বাড়ি করার জন্য পূবালী ব্যাংক হোম লোন সম্পর্কে। সাথেই থাকুন এবং পর্যায়ক্রমে পড়ুন থাহলে ভালো বুঝতে পারবেন। 

পূবালী ব্যাংক হোম লোন পাওয়ার যোগ্যতা

সকল লোনের ক্ষেত্রে কিছু যোগ্যতা প্রয়োজন হয়। চলুন দেখে নেওয়া যাক পূবালী ব্যাংক হোম লোন পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক
যোগ্যতা গুলোঃ

  • যে কোন বাংলাদেশি ব্যক্তি এই লোন নিতে পারবেন তবে অবশ্যই তার ভোটার আইডি থাকা বাধ্যতামূলক।
  • আবেদনকারীর নিজস্ব বাড়ি অথবা ফ্ল্যাট থাকতে হবে।
  • আবেদনকারীকে করদাতা হবে হবে, অন্যতায় থাকে লোন দেওয়া হবেনা।
  • আপনার একটি আয়ের নির্দিষ্ট উৎস থাকতে হবে, যার মাধ্যমে আপনি ঋণ পরিসুদ করবেন।
  • আপনার ইনকাম মাসিক কিস্তির ২ গুন হতে হবে।
  • আপনি যেই বাড়ি বানাবেন অথবা ফ্ল্যাট কিনবেন তার মোত মূল্যের ৫০% লোন দেওয়া হবে।
  • আপনার বয়স ২১ বছরের বেশি হতে হবে।

পূবালী ব্যাংক হোম লোন বৈশিষ্ট্য 

চলুন দেখে নেওয়া যাক পূবালী ব্যাংক হোম লোনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকছে, যেমন সুদের পরিমান কত %, কত দিনের মধ্যে কিস্তি শেষ করতে হবে, বাড়ি করার জন্য কিংবা ফ্ল্যাট কিনার জন্য কত টাকা ঋণ দিবে এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য।
হোম লোন বৈশিষ্ট্য গুলো নিম্নে রয়েছেঃ

  • আবাসিক ভাবে থাকার উদ্দেশ্যে বাড়ি নির্মাণ করা/ফ্ল্যাট ক্রয় করা।
  • পূবালী ব্যাংক হোম লোনের ক্ষেত্রে পরিমান উল্লেখ করে নাই। তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী ঋণ প্রধান করা হবে.
  • পূবালী ব্যাংক হোম লোন সর্বোচ্ছ ১০ বছরের জন্য দিয়ে থাকে। ঋণের সকল কিস্তি ১ বছর থেকে ১০ বছরের মধ্যে পরিসুদ করতে হবে।
  • হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৯%।
  • হোম লোন প্রসেসিং ফ্রী মোট ঋণের ০.৫০%। কিন্তু সেটা কখনো ২০ হাজার পের হবেনা। 
  • অন্য কোন লুকানো চার্জ নেই। 

পূবালী ব্যাংক হোম লোন প্রয়োজনীয় কাগজপত্র

এবার দেখে নেওয়া যাক পূবালী ব্যাংক থেকে হোম লোন পাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে নিম্নে লিখা হয়ছে।

১. আবেদনকারী এবং নমিনির ২ কপি করে ভোতার আইডি কার্ড ফটোকপি।
২. নতুন চবি দিতে হবে ২ কপি করে, চবির সাতে চেহারার মিল থাকতে হবে।
৩. ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে, তবে এটা নাও লাগতে পারে।
৪. আপনার ব্যাংক অ্যাকাউন্ট-এর ৬ মাসের স্টেটমেন্ট।
৫. আপনি যদি চাকরিজীবী হন তাহলে বেতন সার্টিফিকেট এবং ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে।
৬. আপনার বাড়ি অথবা ফ্ল্যাট-এর দলিলপত্র।

এই হলো প্রয়োজনীয় কাগজপত্র। 

উপসংহার

আশা করসি পূবালী ব্যাংক লোন সমূহ সম্পর্কে আপনাদের ভালো একটা ধারনা দিতে পেরেছি, আমরা এই পোস্ট-এর কোন তথ্য নিজের থেকে বানিয়ে লিখি নাই। সকল তথ্য পূবালী ব্যাংক-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

আমরা এই পোস্ট-এ শুধু মাত্র ৩ টা লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আপনার যদি অন্য কোন লোন সম্পর্কে জানার দরকার হয় তাহলে এই পোস্ট-টি ভালো করে পড়ুন তাহলেই সব জানতে পারবেন। কারণ পূবালী ব্যাংকের সকল লোনের নিয়ম, কাগজপত্র কিংবা বৈশিষ্ট্য সব কিছুই একি রকম। তাই এই ৩টি লোন সম্পর্কে ভালো জানা হলে বাকি সকল লোন সম্পর্কেও জানা হয়ে যাবে।

(লোন নেওয়া বা দেওয়া সুদ হওয়ার কারণে আমরা লোন নিতে উৎসাহিত করিনা)

আমরা আপনার থেকে একটা কমেন্ট অথবা শেয়ার আশা করি।

33 thoughts on “পূবালী ব্যাংক লোন সমূহ ২০২৩ | পার্সোনাল লোন | হোম লোন”

    1. আপনি ব্যাংক এ যোগাযুগ করুন। আপনি খুব সহজেই লোন পেয়ে যাবেন।

  1. আমি একটা হোম লোন করতে চাই।
    আমি একটা পাইভেট সেক্টরে কাজ করি। স্যালারী ৩০০০০ ৳। সমস্যা হচ্ছে স্যালারী পাই ক্যাসে ব্যাংক একাউন্টে না।
    এখন করনীয় কি জানালে উপকৃত হতাম

    1. মোঃ রনি ফকির

      আসসালামু আলাইকুম স‍্যার গাড়ির জন্য লোন নেওয়া যাবে

    1. আমি একটা হোম লোন করতে চাই।
      আমি একটা পাইভেট সেক্টরে কাজ করি। স্যালারী ৫০০০০০ ৳। সমস্যা হচ্ছে স্যালারী পাই ক্যাসে ব্যাংক একাউন্টে না।
      এখন করনীয় কি জানালে উপকৃত হতাম০১৭৬৪১৭৮৬১০ বিকাশ

    1. আমি একটা গাড়ি কিনতে চাই আমার ২০ হাজার টাকা খুব প্রয়োজন একটু সাহায্য করুন ।
      এটা নগদ নাম্বার 01762365607

  2. মোহাম্মদ আসাদুল

    আমি বিদেশে যাওয়ার জন্য লোণ নিতে চাই

  3. আমি একটা গাড়ি কিনতে চাই আমার 300000 হাজার টাকা খুব প্রয়োজন একটু সাহায্য করুন ।
    এটা বিকাশ নাম্বার 01764178610

  4. আমি একটা হোম লোন করতে চাই।
    আমি একটা পাইভেট সেক্টরে কাজ করি। স্যালারী ৩০০০০০০ ৳। সমস্যা হচ্ছে স্যালারী পাই ক্যাসে ব্যাংক একাউন্টে না।
    এখন করনীয় কি জানালে উপকৃত হতাম০১৮৪৬২৩১০৯২

  5. আমার একটি ফ্যাট আছে, কিছু টাকা বাকি আছে। যা আমি ব্যাংক এর মাধ্যমে পরিশোধ করতে চাচ্ছি। মানি লোন নিতে চাচ্ছি কিন্তু ব্যাংক গেলে শুধু ঘুরাঘুরি করায়। সঠিক তথ্য দেয়না। অথচ আমার সহজেই লোন পাওয়ার কথা। হাসনাবাদ, কেরানিগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *