Skip to content

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার সহজ নিয়ম | খতিয়ান অনুসন্ধান

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য গুলোর মধ্যে একটি হলো দলিল এবং খতিয়ান সহজ ভাষায় বলতে গেলে জমি সংক্রান্ত তথ্য , যে তথ্য জানার জন্য আমাদের এতদিন অনেক বুগান্তির শিকার হতে হতো। 

তবে বর্তমানে ইন্টারনেট এর সাহায্যে আমরা ঘরে বসেই নিজের মোবাইল দিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধানের মতো গুতুত্বপূণ তথ্য জানতে পারি।

আরও পড়ুন খতিয়ান অনুসন্ধান মাত্র ৫ মিনিটে

বিভিন্ন কারণে আমাদের জমির খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার প্রয়াজন হয়। তাই আমরা আজকে শিখবো কিভাবে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে হয়। 

আরও পড়ুন নামজারি খতিয়ান অনুসন্ধান

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে যা লাগবে |খতিয়ান অনুসন্ধান

আমরা খুব সহজেই ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারব। 

 

তার জন্য অবশ্যই আমরা যে জমির খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করবো সে জমির দাগ নম্বর এবং খতিয়ান নাম্বার থাকতে হবে। 

এবং আরো যা লাগবে তা হলো – 

✅ বিভাগ
✅ জেলা 
✅ উপজেলা
✅ খতিয়ানের ধরণ
✅ মৌজা
✅ খতিয়ান নং/ মালিকানা নাম

এই তথ্য গুলো জানা থাকলেই আপনি জমির খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য প্রথমে এই লিংক থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন “www.eporcha.gov.bd” তার পর সার্ভে খতিয়ানে ক্লিক করুন।

১. তারপর আপনার বিভাগ.
২. জেলা.
৩. উপজেলা.
৪. খতিয়ানের ধরন.
এখানে চার ধরনের খতয়ান বাছাই করার অপশন আছে যেমন – বি আর এস খতিয়ান, সি এস খতায়ান, আরএস খতিয়ান এবং এস এ খতিয়ান।
আপনি যে খতিয়ানের তথ্য জানতে চান সেটা বাছাই করুন।
৫. মৌজা/গ্রাম
৬. খতিয়ান নং/মালিকানা নাম.
৭. সবকিছু দেওয়া হলে “খুজুন” লিখার উপরে ক্লিক করলেই খতিয়ান ও দাগের তথ্য দেখতে পারবেন। 

আপনি চাইলে সেখান থেকে খতিয়ানের অনলাইন কপির জন্য আবেদন করতে পরবেন।
এছাড়াও আপনার এলাকার ভূমি অফিসে গিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

মোবাইল অ্যাপের মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম।

আপনি যদি ওয়েনসাইটের মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে না পারেন তাহলে মোবাইল দিয়ে চেষ্টা করতে পারেন।

তার জন্য প্রথমে Play store থেকে eKhatian মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন।

তারপর অ্যাপটি ওপেন করুন এবং খতিয়ান-এ ক্লিক করুন। 

তারপর যথাক্রমে ওয়েবসাইটের মত সকল তথ্য দিন এবং “খুজুন” অপশনে ক্লিক করুন।

এই রকম দিন-
১. তারপর আপনার বিভাগ.
২. জেলা.
৩. উপজেলা.
৪. খতিয়ানের ধরন.
এখানে চার ধরনের খতয়ান বাছাই করার অপশন আছে যেমন – বি আর এস খতিয়ান, সি এস খতায়ান, আরএস খতিয়ান এবং এস এ খতিয়ান।
আপনি যে খতিয়ানের তথ্য জানতে চান সেটা বাছাই করুন।
৫. মৌজা/গ্রাম
৬. খতিয়ান নং/মালিকানা.
৭. সবকিছু দেওয়া হলে “খুজুন” লিখার উপরে ক্লিক করলে খতিয়ান ও দাগের তথ্য দেখতে পারবেন।

যেকোন খতিয়ানের অনলাইন কপির জন্য আবেদন করার নিয়ম

যেকোন খতিয়ানের জন্য আবেদন করতে হলে যথাক্রমে – 

১. তারপর আপনার বিভাগ.
২. জেলা.
৩. উপজেলা.
৪. খতিয়ানের ধরন.
এখানে চার ধরনের খতয়ান বাছাই করার অপশন আছে যেমন – বি আর এস খতিয়ান, সি এস খতায়ান, আরএস খতিয়ান এবং এস এ খতিয়ান।
আপনি যে খতিয়ানের অনলাইন কপির জন্য আবেদন করতে চান সেটা বাছাই করুন।
৫. মৌজা/গ্রাম
৬. খতিয়ান নং/মালিকানা.
৭. সবকিছু দেওয়া হলে “খুজুন” লিখার উপরে ক্লিক করলেই খতিয়ান ও দাগের তথ্য দেখতে পারবেন এবং সেখান থেকে আপনার কাংখিত তথ্যের উপরে একসাথে দুটি ক্লিক করলে খতিয়ানের জন্য আবেদন করুন অপশন দেখতে পারবেন।

খতিয়ানের জন্য আবেদন করতে হলে যাবতিয় সকল তথ্য দিতে হবে এবং সরকার নির্ধারিত ফি ১০০ টাকা প্রধান করতে হবে।

আবেদন করা হয়ে গেলে তাৎক্ষনিক সময়ের মধ্যে আপনার বাছাইক্রিত খতিয়ানের কিউ আর কোড লম্বলিত অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

আর এস খতিয়ান চেক করার নিয়ম | খতিয়ান অনুসন্ধান

জমির সবচেয়ে গুরুত্বপূর্ন কাগজ পত্রের মধ্যে একটি হলো আর এস খতিয়ান।

যা প্রায় সর্বক্ষেত্রে কাজে লাগে এমনকি জমি নিয়ে যেকোন সমস্যার সমাধানের জন্য আর এস খতিয়ান প্রয়োজন হয়।

আপনার কাছে যদি শুধু মাত্র খতিয়ান নাম্বার থাকে আর আপনি সেটা দিয়ে অনলাইনে আর এস খতিয়ান চেক করতে চান অথবা অনলাইন থেকে আর এস খতিয়ান কিউ আর কোড লম্বলিত অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আমাদের দেখানো নির্দেশনা অনুযায়ী অনুস্বরন করুন।

আর এস খতিয়ান চেক করার জন্য প্রথমে এই লিংক থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন “www.eporcha.gov.bd” তার পর সার্ভে খতিয়ানে ক্লিক করুন। 

এবং যথাক্রমে এই তথ্য গুলো দিন। 

✅ আপনার বিভাগ
✅ আপনার জেলা 
✅ আপনার উপজেলা
খতিয়ানের ধরণ আর এস
আপনার মৌজা
আপনার খতিয়ান নং অথবা মালিকানা নাম

এই সকল তথ্য গুলো দেওয়ার পর “খুজুন” অপশনে ক্লিক করলে আর এস খতিয়ান চেক করতে পারবেন এবং সকল তথ্য দেখতে পাবেন।

সেখান থেকে আর এস খতিয়ানটি ডাউনলোড করতে চাইলে আবেদন করুন-এ ক্লিক করুন এবং যে সকল তথ্য চায় সব গুলো দিন।

তারপর ভূমি মন্তণালয়ের নির্ধারিত সরকারি ফি ১০০ টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করুন। 

আবেদন করা শেষ হলে তাৎক্ষনিক সময়ের মধ্যে আপনার আর এস খতিয়ানের কিউ আর কোড সহ অনলাইন কপি ডাউনলোড করার অপশন পাবেন।

যা আপনি সকল ধরনের কাজে ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে কিউ আর কোড থাকায় অরিজিনাল বলেই গন্য হবে।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

নামজারি খতিয়ান চেক করার নিয়ম | খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান চেক করার জন্য “www.eporcha.gov.bd” ওয়েবসাইটে যান তার পর “সার্ভে খতিয়ান” ক্লিক করুন।

তারপর যথাক্রমে আপনার এই তথ্য গুলো দিন। 

আপনার বিভাগ
✅ আপনার জেলা 
✅ আপনার উপজেলা
✅ আপনার মৌজা
✅ আপনার খতিয়ান নং অথবা মালিকানা নাম

এই সকল তথ্য গুলো দেওয়া শেষ হলে “খুজুন” লিখার উপরে ক্লিক করুন, 

তাহলেই আপনার নামজারি খতিয়ান চেক করতে পারবেন এবং দেখতে পারবেন নামজারি খতিয়ানটি সঠিক মালিকের নামে আছে কি না।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

এবং আপনি চাইলে সেখান থেকে নামজারি খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন। 

ডাউনলোড করার জন্য আবেদন করুন-এ ক্লিক করুন এবং যে সকল তথ্য চাওয়া হয় সব গুলো দিন।

তারপর মন্তণালয়ের নির্ধারিত ফি ১০০ টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করুন। 

আবেদন করা হয়ে গেলে সাথে সাথে আপনার নামজারি খতিয়ান ডাউনলোড করার অনুমতি পাবেন। 

ডাউনলোডকৃত নামজারি খতিয়ানটিতে কিউ আর কোড সহ থাকবে।

যা আপনি যেকোন অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারবেন।

5 thoughts on “খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার সহজ নিয়ম | খতিয়ান অনুসন্ধান”

  1. Hi,

    afstechbd.com

    I was just browsing your website and I came up with a great plan to re-develop your website using the latest technology to generate additional revenue and beat your opponents. (afstechbd.com)

    I’m an excellent web developer capable of almost anything you can come up with, and my costs are affordable for nearly everyone.

    Let me know your whatsapp, contact number for furhter conversation.

    Thanks in advance,
    Nishant (Business Development Executive)

  2. Pingback: আর এস খতিয়ান অনুসন্ধান করার সহজ নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *